পে-স্কেল দাবি আদায়ের কর্মসূচি স্থগিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৫ PM
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি ঘোষণার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণার কথা থাকলেও তা করা হয়নি। এর পরিবর্তে শহিদ শরিফ ওসমান হাদির জন্য দোয়া করেছেন সরকারি কর্মচারীরা। বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
ঐক্য পরিষদের মূখ্য সমন্বক ওয়ারেছ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হাসানের সঞ্চালনায় এ সংবাদ সম্মেলন করা হয়।
তাদের দাবি হলো- সরকারি কর্মচারিদের বেতন বৈষম্য দূরীকরনের ৭ দফার ভিত্তিতে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের সুপারিশসহ গেজেট প্রকাশ করতে হবে।
ওসমান হাদির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন, ওসমান হািদি সব সময় বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় অকুতোভয় ছিলেন। তিনি জীবন দিয়ে গেছেন, কিন্তু তার স্বপ্ন থেকে বিচ্যুত হননি। আমরাও তার মতো বৈষম্যমুক্ত কর্মক্ষেত্র প্রতিষ্ঠায় কাজ করে যাব। দোয়া মোনাজাত শেষে দাবি আদায়ে কর্মসূচি ঘোষনা করার কথা থাকলেও ওসমান হাদির সম্মানে ও রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় নেতারা আজ কর্মসূচি ঘোষণা না করার সিদ্ধান্ত নেন।
তারা আরও বলেন, আগামী ২৬ ডিসেম্বর (শুক্রবার) পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সরকারের পক্ষ থেকে ১ জানুয়ারি হতে পে স্কেল বাস্তবায়নে কোনও দৃশ্যমান উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মো. লুৎফর রহমান, সালজার রহমান, এমএ হান্নান, সেলিম মিয়া, ইছাহাক কবির, রফিকুল আলম, আবু নাসের খান, জিয়াউল হক, জাকির হোসেন এ কেএম নুরুজ্জামান, আনোয়ার হোসেন, আমিনুল ইসলাম, খায়ের আহমেদ মজুমদার, বেলাল হোসেন, মাহবুব হোসেন তালুকদার, হুমায়ুন কবির, আসাদুর রহমান, সাবেরা সুলতানা, গিয়াস উদ্দিন, ফারুক মৃধা, জাহিদুল ইসলাম প্রমুখ।