চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে চাকরি, পদ ২২, আবেদন করবেন যেভাবে

০৯ নভেম্বর ২০২৫, ১২:১৭ PM
১২ ক্যাটাগরির পদে ২২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে

১২ ক্যাটাগরির পদে ২২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম। প্রতিষ্ঠানটি ১২ ক্যাটাগরির পদে ২২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ২ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ নভেম্বরের মধ্যে নির্ধারিত ফরম পূরণের পর ডাক অথবা কুরিয়ারযোগে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম;

১. পদের নাম: সহকারী অধ্যাপক;

পদসংখ্যা: ৩টি (মেডিসিন-১, সার্জারি-১, গাইনি-১);

বেতন: গ্রেড-৬ষ্ঠ;

আবেদনের যোগ্যতা: বিএমঅ্যান্ডডিসির নীতিমালা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রকাশনা ও বিএমঅ্যান্ডডিসির হালনাগাদ রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে;

২. পদের নাম: প্রভাষক/সহকারী রেজিস্ট্রার (কাম হাউস টিউটর);

পদসংখ্যা: ৬টি (অ্যানাটমি-১, বায়োকেমিস্ট্রি-১, ফিজিওলজি-১, মাইক্রোবায়োলজি-২, প্যাথলজি-১, গাইনি-১);

বেতন: গ্রেড-৯ম;

আবেদনের যোগ্যতা: বিএমঅ্যান্ডডিসির নীতিমালা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রকাশনা এবং বিএমঅ্যান্ডডিসির হালনাগাদ রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে;

আরও পড়ুন: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৯, আবেদন নির্ধারিত ফরমে

৩. পদের নাম: কম্পিউটার ল্যাব কাম আইটি টেকনিশিয়ান (প্রশাসনিক);

পদসংখ্যা: ১টি;

বেতন: গ্রেড-১২তম;

আবেদনের যোগ্যতা: কম্পিউটার/আইটি সম্পর্কিত বিষয়ে ১ বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

৪. পদের নাম: মুয়াজ্জিন (প্রশাসনিক);

পদসংখ্যা: ১টি;

বেতন: গ্রেড-১৪তম;

আবেদনের যোগ্যতা: ফাজিল ডিগ্রিধারী হতে হবে;

৫. পদের নাম: পিএ ইকুইপমেন্ট টেকনিশিয়ান অ্যান্ড ফটোগ্রাফার (প্রশাসনিক);

পদসংখ্যা: ১টি;

বেতন: গ্রেড-১৬তম;

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

আরও পড়ুন: শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, পদ ২৭, আবেদন নির্ধারিত ফরমে

৬. পদের নাম: ডেসপাস রাইডার, পুরুষ (প্রশাসনিক);

পদসংখ্যা: ১টি;

বেতন: গ্রেড-১৭তম;

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

৭. পদের নাম: লাইব্রেরি অ্যাটেনডেন্ট (প্রশাসনিক);

পদসংখ্যা: ১টি;

বেতন: নির্ধারিত নয়;

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

৮. পদের নাম: অফিস সহায়ক, পুরুষ (প্রশাসনিক);

পদসংখ্যা: ১টি;

বেতন: গ্রেড-১৮তম;

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

আরও পড়ুন: কর্মকর্তা নিয়োগ দেবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, পদ ৩২, আবেদন সরাসরি-ডাক-কুরিয়ারযোগে

৯. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী, পুরুষ (প্রশাসনিক);

পদসংখ্যা: ১টি;

বেতন: গ্রেড-১৯তম;

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে;

১০. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী, মহিলা (প্রশাসনিক);

পদসংখ্যা: ২টি;

বেতন: গ্রেড-১৯তম;

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে;

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পদ ২৫, আবেদন নির্ধারিত ফরমে

১১. পদের নাম: নিরাপত্তাপ্রহরী, মহিলা (প্রশাসনিক);

পদসংখ্যা: ২টি;

বেতন: গ্রেড-১৯তম;

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে;

১২.  পদের নাম: মালি (প্রশাসনিক);

পদসংখ্যা: ১টি;

বেতন: গ্রেড-১৯তম;

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে;

আরও পড়ুন: শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বিইউপি, আবেদন নির্ধারিত ফরমে

আবেদন যেভাবে— 

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে নিচের দিকে থাকা নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। ফরম পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়— 

৫ সেট আবেদনপত্র (কম্পিউটার টাইপ করা) সব কাগজপত্র প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে ডাক/কুরিয়ারযোগে এ-৪ খামে করে ‘সভাপতি, নিয়োগ কমিটি, আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম, ভাটিয়ারি-হাটহাজারী লিংক রোড, খিল্লাপাড়া, চট্টগ্রাম সেনানিবাস, চট্টগ্রাম’ বরাবর পৌঁছাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ নভেম্বর ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজের অফিশিয়াল ওয়েবসাইট

প্রার্থীতা ফিরে পেয়েছেন বিএনপির মুন্নি
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘এই সিদ্ধান্ত কার জন্য কতটুকু কল্যাণকর, সেটা সময় বলে দিবে’
  • ১৬ জানুয়ারি ২০২৬
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে, নিহত ২
  • ১৬ জানুয়ারি ২০২৬
সাবেক এমপি, মুক্তিযোদ্ধা হাজেরা সুলতানার প্রয়াণ
  • ১৬ জানুয়ারি ২০২৬
নিয়োগের প্রজ্ঞাপন কেন দেওয়া হয়েছে ওসমান হাদির ভাইয়ের জানা ন…
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবিতে ভর্তি পরীক্ষায় মোবাইলসহ আটক আরও তিন ভর্তিচ্ছু
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9