মেরিটাইম বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, আবেদন সরাসরি-ডাকযোগে

৪ পদে ৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে
৪ পদে ৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে   © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ৪ পদে ৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ৩০ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন করতে হবে সরাসরি অথবা ডাকযোগে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়;

১. পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা;

পদসংখ্যা: ১টি;

বেতন: ১৬,০০০-৩৮,৬৮০ টাকা (গ্রেড-১০);

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান/ফিন্যান্স/ম্যানেজমেন্ট/মার্কেটিং/ব্যবসায় শিক্ষায় ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: রুয়েট নিয়োগ দেবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, পদ ১২৭

২. পদের নাম: গ্রাফিকস ডিজাইনার;

পদসংখ্যা: ১টি;

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে;

৩. পদের নাম: ল্যাবরেটরি টেকনিশিয়ান;

পদসংখ্যা: ১টি;

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে;

*সংশ্লিষ্ট বিষয়ে কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

আরও পড়ুন: ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে চাকরি, পদ ১৮৫

৪. পদের নাম: ড্রাইভার (ভারী ও মধ্যম);

পদসংখ্যা: ৩টি;

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);

আবেদনের যোগ্যতা—

*জেএসসি/৮ম শ্রেণি/সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*বিআরটিএর ভারী ও মধ্যম যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী হতে হবে;

*যানবাহন চালনায় ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে; 

আরও পড়ুন: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৭

আবেদন যেভাবে—

আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইট অথবা রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ৩ ও ৪ নম্বর পদের জন্য ১০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে;
 
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

প্রার্থীদের স্বহস্তে পূরণকৃত দুই সেট আবেদনপত্র ‘রেজিস্ট্রার, বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ, মিরপুর-১২, ঢাকা-১২১৬’ ঠিকানায় সরাসরি/ডাকযোগে অফিস সময়ের মধ্যে পৌঁছাতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৩০ জুলাই ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট 


সর্বশেষ সংবাদ