কাল দেওয়া হবে ৩৬ হাজার শিক্ষকের নিয়োগপত্র

৩০ জানুয়ারি ২০২২, ০৩:১৯ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

৩৬ হাজার ১৩৮ জন শিক্ষকের মাঝে নিয়োগপত্র দিতে সংবাদ সম্মেলন ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল সোমবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব নিয়োগপত্র প্রদান করবেন।

তবে বর্তমানে শিক্ষামন্ত্রী আইসোলেশনে থাকায় সশরীরে নাকি ভাচ্যুয়ালি সংযুক্ত থাকবেন তা এখনও নিশ্চিত নয়।

আর রবিবার (৩০ জানুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে ২ হাজর ৬৫ জন এবং এনটিআরসি (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৩৪ হাজর ৭৩ জন শিক্ষকের মাঝে নিয়োগপত্র প্রদান করা হবে।

জানতে চাইলে মোহাম্মদ আবুল খায়ের দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষামন্ত্রী আইসোলেশনে থাকায় সশরীরে নাকি ভাচ্যুয়ালি সংযুক্ত থাকবেন তা এখনও নিশ্চিত নয়। তবে ওই অনুষ্ঠানে তিনি নিয়োগপত্র প্রদান করবেন।

সংবাদ সম্মেলনে সবাইকে নিয়োগপত্র দেওয়া হবে কিনা, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সবাইকে তো দেওয়া সম্ভব না। তবে কিছু শিক্ষককে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র প্রদান করা হবে।

এক সন্তানের জননীর সঙ্গে পরকীয়ার অভিযোগে উপজেলা ছাত্রদল আহ্ব…
  • ০৬ জানুয়ারি ২০২৬
জমে উঠেছে বিপিএলের পয়েন্ট টেবিলের লড়াই
  • ০৬ জানুয়ারি ২০২৬
জকসুর ভোটগ্রহণ শেষ, গণনার অপেক্ষা
  • ০৬ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, চলছে আবেদন
  • ০৬ জানুয়ারি ২০২৬
শিবিরকে বলব, ছলচাতুরি বাদ দিয়ে সিরাতাল মুস্তাকিমের পথে চলুন…
  • ০৬ জানুয়ারি ২০২৬
জকসু নির্বাচনে ৬৫ শতাংশ ভোট পড়ার আশা প্রধান নির্বাচন কমিশনা…
  • ০৬ জানুয়ারি ২০২৬