কারিগরি শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি
৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তির জটিলতা কাটছে। প্রথমধাপে বাতিল হওয়া ১৪২টি আবেদনসহ নতুন আবেদন করা সব শিক্ষক একসঙ্গে এমপিওভুক্ত হচ্ছেন। চলতি সপ্তাহে এ সংক্রান্ত নোটিশ জারি হতে পারে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পিআইইউ) প্রকৌ. মোঃ মাকসুদুর রহমান।
তিনি বলেন, ‘আগামীকাল বুধবার এমপিও ফাইল নিয়ে আমরা বসব। এদিন সবগুলো ফাইলের কাজ শেষ করতে পারলে আগামী বৃহস্পতিবার এমপিওভুক্তির নোটিশ জারি করা হবে। কোনো কারণে চলতি সপ্তাহে এটি সম্ভব না হলে আগামী সপ্তাহে অবশ্যই নতুন শিক্ষকদের এমপিওভুক্তির নোটিশ জারি করা হবে।’
বাতিল হওয়া ১৪২ জনের ফাইল সম্পর্কে জানতে চাইলে প্রকৌ. মোঃ মাকসুদুর রহমান বলেন, ‘১৪২টি ফাইলের মধ্যে যাদের কাগজপত্রে সমস্যা রয়েছে তাদেরগুলো বাদ যাবে। কাগজপত্র সমস্যা ছাড়া কারো ফাইল আটকে রাখা হবে না। আমরা চেষ্টা করছি বৃহস্পতিবারের মধ্যে নোটিশ জারি করার। তবে আমাদের কাজ শেষ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং শিক্ষা বোর্ডের অনুমোদন লাগবে। এজন্য বৃহস্পতিবারের মধ্যে নোটিশ জারি নাও হতে পারে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আগামী বৃহস্পতিবারের মধ্যে নোটিশ জারি করার।’
এদিকে এমপিওভুক্ত হতে না পেরে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত অনেক শিক্ষক সদ্য প্রকাশিত সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করছেন। এর ফলে নতুন অনেক নিবন্ধনধারী চাকরির সুপারিশ থেকে বঞ্চিত হবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
নাম অপ্রকাশিত রাখার শর্তে এমপিওবঞ্চিত এক শিক্ষক বলেন, ‘৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের দীর্ঘদিন হলেও এমপিওভুক্ত পারিনি। ৭ম গণবিজ্ঞপ্তিতে বাড়ির কাছের প্রতিষ্ঠানের পদ শূন্য হয়েছে। সেজন্য এ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছি।’