এমপিওভুক্ত হলো আরও ১৯ শিক্ষা প্রতিষ্ঠান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ০৯:৩৩ AM , আপডেট: ৩১ অক্টোবর ২০২১, ০৯:৩৩ AM
আরও ১৯টি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। নতুন এমপিও পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭টিই বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নামে গড়া প্রতিষ্ঠান।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুল হাসান।
নতুন এমপিওভুক্ত হওয়া ১৯টিবপ্রতিষ্ঠানের মধ্যে নিম্ন মাধ্যমিক পর্যায়ে চারটি, মাধ্যমিক পর্যায়ে আটটি এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের রয়েছে।