ফরম পূরণের টাকা ফেরত পাবেন এসএসসি পরীক্ষার্থীরা

ফরম পূরণের টাকা ফেরত পাবেন এসএসসি পরীক্ষার্থীরা
ফরম পূরণের টাকা ফেরত পাবেন এসএসসি পরীক্ষার্থীরা  © ফাইল ফটো

চলতি বছর তিন বিষয়ে এসএসসি ও সমমান পরীক্ষা হওয়ায় খরচ কমেছে। সেজন্য শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের জন্য আদায় করা অর্থের অব্যয়িত অংশ ফেরত দেয়া হবে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, এবার যেহেতু সব বিষয়ে পরীক্ষা হচ্ছে না। তাই শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থের অনেকটা অংশই অব্যয়িত থেকে যাচ্ছে। এই অর্থ আমরা তাদের ফেরত দেব। কতটাকা ফেরত দেয়া হবে সেটা পরবর্তীতে জানানো হবে।

প্রসঙ্গত, চলতি বছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ফরম পূরণের জন্য ১ হাজার ৯৭০ টাকা আর মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য ১ হাজার ৮৫০ টাকা নেয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ