শিক্ষার সচিব ও ডিজিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

১৭ নভেম্বর ২০২০, ০৬:৩৯ PM
বাংলাদেশ সুপ্রিমকোর্ট

বাংলাদেশ সুপ্রিমকোর্ট © ফাইল ফটো

শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব ও অধীনস্থ দুই অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) এ রুল জারি করা হয়।

এর আগে দুই শিক্ষকের করা আদালত অবমাননার মামলার শুনানি শেষে এ রুল জারি করেন বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ।

মামলার বিবাদীরা হলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ ড. মো. গোলাম ফারুক এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সানোয়ার হোসেন।

অন্যদিকে পিটিশনারদের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্ল্যাহ মিয়া।

রুলের বিষয়ে নিশ্চিত করে সিদ্দিক উল্ল্যাহ মিয়া বলেন, ৬ জন শিক্ষক এমপিও না পাওয়ার কারণে মহামন্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছিলেন। ওই রিটর শুনানি শেষে মহামান্য হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আলী মহোদয়ের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ রিটকারীদের এমপিও দেয়ার নির্দেশনা দিয়ে তাদের পক্ষে রায় দেন। কিন্তু সে রায় বাস্তবায়ন না করায় রিটকারীরা আদালত অবমাননার মামলা দায়ের করেন।

আদালত আজ অবমামননার মামলার প্রাথমিক শুননি শেষে বিবাদীদের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন।

হাতিয়ায় বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান
  • ২৫ জানুয়ারি ২০২৬
অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২২ হাজার, উদ্ধার বিপুল আগ্নে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
যাত্রাবাড়ীতে মুরগিবাহী ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত
  • ২৫ জানুয়ারি ২০২৬
দীর্ঘ দুই দশক পর ফেনী যাচ্ছেন তারেক রহমান, নিরাপত্তায় সর্বো…
  • ২৫ জানুয়ারি ২০২৬
গভীর রাতে মিরপুর বস্তিতে আগুন, স্থানীয়দের চেষ্টায় নিয়ন্ত্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ
  • ২৫ জানুয়ারি ২০২৬