শিক্ষকদের বাড়ি ভাড়া শতাংশ হারে বাড়াতে সভায় বসছে দুই মন্ত্রণালয়

০৮ অক্টোবর ২০২৫, ০৪:১২ PM
সরকারি লোগো

সরকারি লোগো © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে বৃদ্ধি করতে সভায় বসতে যাচ্ছে দুই মন্ত্রণালয়। বুধবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় এ সভা অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিকেল ৫টায় সভা অনুষ্ঠিত হবে। সভায় অর্থ উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাসহ দুই মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, শিক্ষকদের বাড়ি ভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করায় তারা অসন্তুষ্ট। বিষয়টি মন্ত্রণালয় অনুধাবন করেছে। সেজন্য শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি সভা ডাকা হয়েছে।

ওই কর্মকর্তা আরও বলেন, আমরা চাই না শিক্ষকরা রাজপথে নামুক। সেজন্য আমরা চেষ্টা করছি তাদের দাবির বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত নিতে৷ অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কত শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি করা যায় সেটি চূড়ান্ত করা হবে।

ধানের শীষে আস্থা রাখলে জনগণের প্রত্যাশিত পরিবর্তন হবে: তারে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
প্রশাসনিক অফিসার নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আবে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াতের প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপি প্রা…
  • ২৫ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে মন্ত্রণালয়-এনটিআরসিএ সভা মঙ্গল…
  • ২৫ জানুয়ারি ২০২৬
মনোনয়ন ফিরে পেলেন বিএনপির এক বিদ্রোহী প্রার্থী
  • ২৫ জানুয়ারি ২০২৬
সুপারিশের দেড় মাস পরই কার্যকর হয়েছিল ৮ম পে স্কেল, এবারের বা…
  • ২৫ জানুয়ারি ২০২৬