শিক্ষকদের শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাব অনুমোদনের সম্ভাবনা কতটুকু?

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ প্রস্তাব অনুমোদনের সম্ভাবনা কতটুকু সেই প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, যেহেতু অর্থ মন্ত্রণালয় ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করেছে, সেহেতু নতুন প্রস্তাব অনুমোদনের সম্ভাবনা কম।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব পাঠানো হলেও এটি অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদনের সম্ভাবনা কম। তবুও আমরা বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করব। আমাদের প্রস্তাব পাঠানোর আগেই তারা পরিপত্র জারি করবে বিষয়টি ধারণা করা যায়নি।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘মূলত অর্থ উপদেষ্টার পাঠানো ডিও লেটারের কারণে শিক্ষকদের বাড়ি ভাড়া ৫০০ টাকা বাড়ানো হয়েছে। উপদেষ্টা তার চিঠিতে বাড়ি ভাড়া এক হাজার টাকা এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা বৃদ্ধির কথা উল্লেখ করেছিলেন। তবে অর্থ মন্ত্রণালয় কেবল বাড়ি ভাড়া ৫০০ টাকা বাড়িয়েছেন। বিষয়টি নিয়ে আমরাও হতাশ। শিক্ষকদের আমরা আশ্বাস দিয়েছিলাম। তবে সেটি বাস্তবায়ন হওয়ার সম্ভবনা কমে গেছে।’

এর আগে গত ৫ অক্টোবর রেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। ওই প্রস্তাবে বাড়ি ভাড়া ৫,  ১০, ১৫ এবং ২০ শতাংশ করার প্রস্তাব করা হয়। প্রস্তাব পাঠানোর আগেই অর্থ মন্ত্রণালয় শিক্ষকদের বাড়ি ভাড়া ৫০০ টাকা বাড়িয়ে পরিপত্র জারি করে। বিষয়টি ক্ষোভ প্রকাশ করেন শিক্ষক-কর্মচারীরা।

১২ অক্টোবর থেকে লাগাতার অবস্থান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের ২০ শতাংশ করার দাবিতে আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। জোটের ব্যানারে মাদ্রাসা ও কারিগরির বিভিন্ন সংগঠনও যুক্ত হবেন। ১২ অক্টোবর ঢাকায় কয়েক লাখ শিক্ষকের সমাগম ঘটানোর পরিকল্পনা হাতে নিয়েছেন শিক্ষক নেতারা।

জানতে চাইলে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, আলোচনার নামে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সাথে প্রহসন করা হয়েছে। ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির দায় শিক্ষা মন্ত্রণালয় কোনোভাবেই এড়াতে পারে না। গত ১৩ আগস্ট প্রেস ক্লাবে প্রায় এক লাখ শিক্ষকের সমাগম হয়েছিল। ১২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের লাগাতার অবস্থান কর্মসূচিতে ওইদিনের চেয়ে কমপক্ষে দ্বিগুণ শিক্ষক-কর্মচারী উপস্থিত হবেন।’


সর্বশেষ সংবাদ