শিক্ষক-কর্মচারীরা কি অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টের অর্থ পাচ্ছেন?

১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ PM
ব্যানবেইস ভবন

ব্যানবেইস ভবন © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধা পাওয়ার প্রক্রিয়ায় চরম ভোগান্তি দেখা দিয়েছে। বর্তমানে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে প্রায় ৮৮ হাজার আবেদন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। অর্থ সংকটের কারণে এই জটিলতা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তরগুলো জানিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বর্তমানে অবসর সুবিধা ২০২১ সাল পর্যন্ত আবেদন খারিজ করছে। অন্যদিকে, শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট ২০২২ সালের আবেদনগুলো নিষ্পত্তি করছে। এতে করে আবেদন নিষ্পত্তিতে দীর্ঘ সূত্রিতা তৈরি হয়েছে। এর ফলে আবেদনকারীদের দীর্ঘদিন অপেক্ষায় থাকতে হচ্ছে। বর্তমানে একটি আবেদন নিষ্পন্ন হতে গড়ে আড়াই বছর সময় লেগে যাচ্ছে।

অবসর সুবিধা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের ২২ মে পর্যন্ত অবসর সুবিধা বোর্ডের ৪৫ হাজার আবেদন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে, যার জন্য প্রয়োজন ৫ হাজার কোটি টাকার বেশি। অথচ বোর্ডের মাসিক চাহিদা ৬৫ কোটি টাকা হলেও, তহবিলে জমা হয় মাত্র ৫৫ কোটি টাকা। ফলে প্রতি মাসে গড়ে ১০ কোটি টাকার ঘাটতি তৈরি হয়, যা বার্ষিক হিসাবে দাঁড়ায় ১২০ কোটি টাকায়।

এদিকে, শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট সূত্রে জানা গেছে, কল্যাণ সুবিধার ৪২ হাজার ৬০০টি আবেদন এখনো নিষ্পন্ন হয়নি। এসব আবেদন নিষ্পত্তি করতে প্রয়োজন হবে ৩ হাজার ৯৩০ কোটি টাকা।

আবেদনকারীদের অনেকেই দীর্ঘদিন ধরে অবসরকালীন অর্থের জন্য অপেক্ষা করছেন। কেউ কেউ প্রয়োজনে ধারদেনা করে জীবন চালাচ্ছেন। কিন্তু এখনও পর্যন্ত অনিষ্পন্ন আবেদনগুলো নিষ্পত্তির কোনো নির্দিষ্ট সময়সূচি বা পরিকল্পনা নেই বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে। এ পরিস্থিতিতে শিক্ষক-কর্মচারীরা সরকারের হস্তক্ষেপ কামনা করছে, যেন দ্রুত অর্থ বরাদ্দ দিয়ে আবেদন নিষ্পত্তির পথ সুগম করা যায়।

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের বরিশাল সফরের তারিখ পেছাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
পে স্কেলের প্রজ্ঞাপন জারি না করলে আন্দোলন ছড়িয়ে পড়বে: আজিজি
  • ২৪ জানুয়ারি ২০২৬
মেঘনায় জেলেদের জালে ধরা পড়ল ৪০ কেজির বিরল প্রজাতির কচ্ছপ
  • ২৪ জানুয়ারি ২০২৬
ঢাকায় শীত নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
  • ২৪ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
  • ২৪ জানুয়ারি ২০২৬