রাজনীতিবিদদের ইচ্ছায় নির্ধারিত এইচএসসির সব পরীক্ষা কেন্দ্র বদলে যাচ্ছে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০৮:৩৪ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৬ PM
বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাবশালীদের চাপে পরীক্ষাকেন্দ্র অযৌক্তিকভাবে স্থাপনের অভিযোগের ভিত্তিতে এবার ঢেলে সাজানো হচ্ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার কেন্দ্রগুলো। পরীক্ষার্থীদের ভোগান্তি এবং পরীক্ষা পরিচালনায় জটিলতা এড়াতে প্রতিটি জেলার বর্তমান এসএসসি ও এইচএসসি পরীক্ষা কেন্দ্রগুলো পুনঃনির্ধারণের উদ্যোগ নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
এই উদ্দেশ্যে সোমবার (২৫ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে সংশ্লিষ্ট জেলাগুলোর জেলা প্রশাসকদের কাছে এক চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে কেন্দ্র পুনঃনির্ধারণের বিষয়ে মতামত চাওয়া হয়েছে এবং বিষয়টিকে জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, বিগত সরকারের সময়ে প্রভাবশালীদের চাপে রাজনৈতিক বিবেচনায় প্রয়োজনের অতিরিক্ত পরীক্ষা কেন্দ্র স্থাপন বা যেখানে কেন্দ্র স্থাপন করার প্রয়োজন ছিল সেখানে স্থাপন না করে প্রাপ্যতা নেই এমন শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্র স্থাপন করা হয়েছে। এতে একদিকে পরীক্ষার্থীদের ভোগান্তির শিকার হতে হয়েছে এবং অন্যদিকে পরীক্ষা পরিচালনায় সমস্যার সৃষ্টি হয়েছে। উদ্ভূত সমস্যার কারণে বর্তমান পরীক্ষা কেন্দ্রে বিষয় বিবেচনায় রেখে কেন্দ্রগুলো পুন:নির্ধারণে মতামত পাঠাতে বলা হয়েছে।
শিক্ষা বোর্ড কয়েকটি শর্ত চিঠিতে উল্লেখ করে, কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকতে হবে। কেন্দ্রের অবকাঠামো ভালো এবং চারদিকে নিরাপত্তা প্রাচীর থাকতে হবে। শিক্ষার্থী অনুপাতে কেন্দ্র নির্ধারণ করতে হবে। কোনো ভেন্যু কেন্দ্র স্থাপন করা যাবে না এবং কেন্দ্র হিসেবে বিবেচিত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোনোক্রমেই নিজ প্রতিষ্ঠানে, নিজস্ব কেন্দ্রের তত্ত্বাবধানে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। বিজ্ঞানাগার বা কম্পিউটার ল্যাব আছে এমন প্রতিষ্ঠান কেন্দ্র হিসেবে নির্ধারণ করতে হবে। কেন্দ্র হিসেবে বিবেচিত প্রতিষ্ঠানটিকে শিক্ষা বোর্ড কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হতে হবে।