গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম হচ্ছে ‘ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ’

০৫ জুন ২০২৫, ১২:৫০ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৫:২০ PM
অ্যাকাডেমিক গেটে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামের ব্যানার টাঙিয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

অ্যাকাডেমিক গেটে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামের ব্যানার টাঙিয়ে শিক্ষার্থীদের মানববন্ধন © ফাইল ছবি

গাজীপুর ডিজিটাল ইউনাভার্সিটির নতুন নাম ‘ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ’ রাখার প্রস্তাব করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাব অনুমোদনের পর এটিই হবে বিশ্ববিদ্যালয়টির নতুন নাম।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রস্তাব করেছিল। সেখানে চারটি নাম উল্লেখ করা হয়েছিল। এই নামগুলোর মধ্য থেকে কিছুটা অদল-বদল করে ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ করার প্রস্তাব করা হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও ‍উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নতুন নাম ঠিক করা হয়েছে। এটি এখন মন্ত্রিপরিষদ বিভাগে রয়েছে। মন্ত্রিপরিষদ থেকে অনুমোদনের পর নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হবে।’

২০১৬ সালে গাজীপুরের কালিয়াকৈরে প্রতিষ্ঠিত বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয়ের প্রথম নাম ছিল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ’। তবে অন্তর্বর্তী সরকার গত ফেব্রুয়ারি মাসে কিছু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি করেছে। গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের পর থেকেই ক্ষুব্ধ হন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা প্রথমে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামের দাবিতে আন্দোলনে নামেন। দাবি আদায়ে স্মারকলিপি, মানববন্ধন, শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা, ‘রেল ব্লকেড’ ‘শাটডাউন’সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। এর মধ্যে আশ্বাসের ভিত্তিতে কখনো কখনো কর্মসূচি স্থগিত করা হয়। 

দাবি আদায় না হওয়ায় এরপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সামনে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। অনশনের মধ্যে গত ২১ মে ইউজিসির পাবলিক ইউনিভার্সিটি ডিভিশনের সদস্য অধ্যাপক তানজীমউদ্দিন খান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের সঙ্গে সভা করে নাম পরিবর্তনের বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেন।

 

একমাত্র স্বতন্ত্রভাবে জকসুতে জয়ী কে এই জাহিদ হাসান
  • ০৮ জানুয়ারি ২০২৬
‘বেঁচে থাকতে নিরাপত্তা দেয়নি, কবর পাহারায় পুলিশ’
  • ০৮ জানুয়ারি ২০২৬
জুলাই সম্মাননা পেলেন দ্য ডেইলি ক্যাম্পাসের সাংবাদিক তৌহিদ ত…
  • ০৮ জানুয়ারি ২০২৬
তিন সম্পাদকসহ জকসুতে যে ৪ পদে জয়ী ছাত্রদল
  • ০৮ জানুয়ারি ২০২৬
একজনের স্থলে অন্য প্রার্থীকে বিজয়ী ঘোষণা, ভুলের জন্য ক্ষমা …
  • ০৮ জানুয়ারি ২০২৬
সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা
  • ০৮ জানুয়ারি ২০২৬