এনসিটিবি সদস্য মশিউজ্জামানকে ওএসডি

অধ্যাপক মো: মশিউজ্জামান
অধ্যাপক মো: মশিউজ্জামান  © ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর সদস্য অধ্যাপক মো: মশিউজ্জামানকে । বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এই কর্মকর্তার পিআরএল এ গমণের সুবিধার্থে ওএসডি করা হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছা: রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই কর্মকর্তার পিআরএল এ গমণের সুবিধার্থে তাকে মাউশিতে সংযুক্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক এস এম আব্দুল মতিন লস্করের পিআরএল এ গমণের সুবিধার্থে প্রেষণে প্রত্যাহারক্রমে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে  বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে মাউশিতে বদলি/পদায়ন করা। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

একই প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক এস এম আব্দুল মতিন লস্কর ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের দর্শন বিভাগের অধ্যাপক মো: আতিয়ার রহমানকে পিআরএল এ গমণের সুবিধার্থে মাউশিতে সংযুক্ত করা হয়।


সর্বশেষ সংবাদ