উচ্চশিক্ষার গুণমান নিশ্চিতে সেমিনারের আয়োজন অ্যাক্রেডিটেশন কাউন্সিলের

০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৪ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৩ AM
অ্যাক্রেডিটেশন কাউন্সিলের উদ্যোগে সেমিনার

অ্যাক্রেডিটেশন কাউন্সিলের উদ্যোগে সেমিনার © টিডিসি ফটো

দেশের উচ্চশিক্ষার গুণমান নিশ্চিতে সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল। সোমবার (৫ ফেব্রুয়ারি) কাউন্সিল কার্যালয়ে অনুষ্ঠিত ‘গুণমান নিশ্চিতকরণ এবং স্বীকৃতি: উচ্চশিক্ষায় একটি নতুন উদ্যোগ’ শীর্ষক এ সেমিনারের কি-নোট পেপার উপস্থাপন করেন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. এস. এম. কবীর। উন্মুক্ত আলোচনা পর্বটি পরিচালনা করেন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ। 

আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, প্রফেসর এ কে আজাদ চৌধুরী ও প্রফেসর ড. জাফর ইকবাল, লেখক আনিসুল হক; জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর এন আই খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান, প্রাইম ইউনিভার্সিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান ও উপাচার্য ড. ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির, অতীশ দিপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অ্যাডভোকেট লিয়াকত শিকদার, সাউথ ইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এ এন এম মেশকাত উদ্দিন ও  বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল প্রমুখ।

সেমিনারে আলোচকরা দেশের উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণের জন্য বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের গৃহীত বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া ইন্ডাস্ট্রি ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কোলাবোরেশনের উপর গুরুত্বারোপ করেন। আলোচকরা কাউন্সিলের কার্যক্রম গতিশীল করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

প্রসঙ্গত, দেশের উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণ ও অ্যাক্রেডিটেশন প্রদানের লক্ষ্যে ২০১৮ সালে প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল। বাংলাদেশ সরকার ইতোমধ্যে ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক’ প্রণয়ন করেছে। কাউন্সিল এ ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের কাজ করছে। দেশের সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের মাধ্যমে উচ্চশিক্ষাকে সমাজের প্রয়োজনের সাথে সঙ্গতিপূর্ণ করা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা কাউন্সিলের জন্য এখনও বড় চ্যালেঞ্জ। 

কাউন্সিলের কার্যক্রমকে সর্বাত্মক ও সফলভাবে এগিয়ে নেয়ার জন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং উচ্চশিক্ষার সাথে সংশ্লিষ্ট সকল সুবিধাভোগীর পরামর্শ ও সহযোগিতার জন্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল দেশের বরেণ্য শিক্ষাবিদ, পেশাজীবী, গণমাধ্যম ব্যক্তিত্ব, সমাজের বিশিষ্টজন এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সাথে সংশ্লিষ্টজনদের অংশগ্রহণে এই সেমিনার আয়োজন করা হয়েছে। 

সিলেটে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ১১ প্রার্থী
  • ২১ জানুয়ারি ২০২৬
আজ ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২১ জানুয়ারি ২০২৬
দুই ম্যাচেই বৃষ্টির বাধা, কঠিন সমীকরণে বাংলাদেশ
  • ২১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের সুপারিশ জমা আজ, যেসব ক্ষেত্রে সুখবর পাচ্ছেন সরকা…
  • ২১ জানুয়ারি ২০২৬
গাব্রিয়েল জেসুসের জোড়া গোলে ইন্টার মিলানকে হারাল আর্সেনাল
  • ২১ জানুয়ারি ২০২৬
ফেসবুক লাইভে এসে ছাত্রদল কর্মীর ‘আত্মহত্যা’, দায়ী করলেন কাদ…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9