শিক্ষা ক্যাডার কর্মকর্তার পিএইচডি ডিগ্রির যথার্থতা যাচাইয়ের নির্দেশ

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ছবি

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা শেখ শাহবাজ রিয়াদের পিএইচডি ডিগ্রি অর্জনের যথার্থতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ডিগ্রির যথার্থতা যাচাই করে মতামত দেওয়ার জন অনুরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মোসা. রোকেয়া পারভীন।

জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহবাজ রিয়াদ সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার পিএইচডির বিষয়বস্তু ছিল “Challenges of Implementing of Life Skills-based Education at Secondary Level in Bangladesh"।

পিএইচডি ডিগ্রি অর্জন করায় তিনি তার নামের পাশে ড. শব্দ ব্যবহারের জন্য মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের মাধ্যমে আবেদন করেন। তবে অনুমতি দেওয়ার পূর্বে তার অর্জিত পিএইচডি ডিগ্রির যথার্থতা যাচাই করতে চায় মন্ত্রণালয়।

এক বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘‘বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা শেখ শাহবাজ রিয়াদের অর্জিত পিএইচডি ডিগ্রির সনদ বিশ্ববিদ্যালয়ের মূল রেকর্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা যাচাই করে মতামত প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence