ফুলব্রাইট স্কলারশিপ থেকে বাংলাদেশীদের বাদ দেয়ার তথ্যটি ভুয়া

১৪ ডিসেম্বর ২০২১, ০৩:০০ PM
ইসিএ-এর ওয়েবসাইটের স্ক্রিনশট

ইসিএ-এর ওয়েবসাইটের স্ক্রিনশট © সংগৃহীত

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষে বাংলাদেশের আবেদনকারীদের বাদ দেয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি সঠিক নয়। দ্যা ডেইলি ক্যাম্পাস বিষয়টির খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছে এর কোনো ভিত্তি নেই। 

আরও পড়ুন: ভুয়া তথ্য শনাক্তে বাংলাদেশে ফ্যাক্ট-চেকিং শুরু করল ফেসবুক

মঙ্গলবার(১৪ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে যুক্তরাষ্ট্রের ব্যুরো অব এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স (ইসিএ) এর ওয়েবসাইটে ভিজিট করে দেখা যায়, বাংলাদেশী শিক্ষার্থীরা ফুলব্রাইট স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে স্পষ্টভাবে বৃত্তি চালু থাকার বিষয়টি লেখা রয়েছে। ওয়েবসাইটের লিংক পেতে ক্লিক করুন এখানে

যে ভুল তথ্যটি সর্বত্র ছড়িয়ে পড়েছিল, তাতে বলা হচ্ছিল বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষে বাংলাদেশের শিক্ষার্থীদের বাদ দেয়া হয়েছে। বিষয়টি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার শুরু হয়। 

ভিত্তিহীন এ তথ্যটি যুক্তরাষ্ট্রের ব্যুরো অব এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স-এর বরাত দিয়ে প্রচার করা হলেও তাদের ওয়েবসাইটে এমন কোনো সংবাদ খুজে পাওয়া যায়নি। বরং স্পষ্টভাবে বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদনের কথা উল্লেখ রয়েছে। এছাড়া নিরাপত্তা পরিস্থিতির বিষয়েও কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের ফুলব্রাইট স্কলারশিপ, বাড়ল আবেদনের সময়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সবচেয়ে সম্মানজনক স্কলারশিপ ‘ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম’। প্রতি বছর স্নাতকোত্তর বা পিএইচডি ডিগ্রি অর্জন করতে ইচ্ছুক ১৫৫টি দেশের প্রায় ১ হাজার ৮০০ জন বিদেশি শিক্ষার্থীকে ফুলব্রাইট বৃত্তি প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের তরুণ ফ্যাকাল্টি মেম্বার, গবেষণা প্রতিষ্ঠানের জুনিয়র থেকে মিড লেভেলের কর্মকর্তা, এনজিওসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আবেদনকারীরা সাধারণত এ স্কলারশিপ পেয়ে থাকেন।

আরও পড়ুন: ফুলব্রাইট স্কলারশিপ আবেদন গ্রহণ করছে যুক্তরাষ্ট্র

এছাড়া, মেডিক্যাল সায়েন্স, শিক্ষানীতি, জনস্বাস্থ্য, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, সামাজিক বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, ফার্মাসি, এমবিএ, অর্থনীতিসহ নানা বিষয়ে আবেদন করা যায়। হার্ভার্ড ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনিভার্সিটি, এমআইটি, জর্জিয়া টেক, ইউনিভার্সিটি অব মিশিগানসহ অনেক বিশ্ববিদ্যালয় এই স্কলারশিপ দিয়ে থাকে। এই স্কলারশিপ প্রাপ্তদের মধ্যে এই পর্যন্ত ৫৩ জন নোবেল পুরস্কার আর ৭৮ জন পুলিৎজার পুরস্কারে বিজয়ী হয়েছেন।

সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশুর খুলি ফ্রিজে: অবস্থা সংকটাপন্ন
  • ১৩ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে জ্ঞান হারিয়ে হাসপাতালে হলে…
  • ১৩ জানুয়ারি ২০২৬
‘মেয়েদের পাসের হার বাড়ছে কিন্তু জিপিএ–৫ কমছে’
  • ১৩ জানুয়ারি ২০২৬
এআই সার্চে ভুয়া স্বাস্থ্যতথ্য, যেসব ওভারভিউ সরাল গুগল
  • ১৩ জানুয়ারি ২০২৬
বেনাপোল কাস্টমসে ছয় মাসে প্রায় ১ হাজার ১৩ কোটি টাকার রাজস্ব…
  • ১৩ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে জাম…
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9