কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যানের পৌনে দুই কোটি টাকার অবৈধ সম্পদ

মোস্তাফিজুর রহমান
মোস্তাফিজুর রহমান  © সংগৃহীত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের ১ কোটি ৭২ লাখ টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতির অভিযোগে এর আগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। এবার কমিশন তার বিরুদ্ধে চার্জশিট দায়েরের অনুমোদন দিয়েছে।

দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক আলী আকবর শিগগির আদালতে চার্জশিট পেশ করবেন। তিনি এ মামলার তদন্ত কর্মকর্তা।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মোস্তাফিজের বিরুদ্ধে মামলা করা হয়েছিল গত ২০২০ সালের সেপ্টেম্বরে। তদন্তে মোস্তাফিজ ও তার স্ত্রীর নামে অবৈধ স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য-প্রমাণ পাওয়া যায়। তবে স্ত্রীর নামে অবৈধ সম্পদ পাওয়া গেলেও চার্জশিটে তাকে অন্তর্ভুক্ত করা হয়নি।

এই দম্পতির নামে রাজশাহীতে কৃষি জমি, গাজীপুরে ভিটি জমি, ঢাকার তেজকুনি পাড়ায় যৌথ নামে ফ্ল্যাট, উত্তরায় ফ্ল্যাট, সেনপাড়া পর্বতা মৌজায় ফ্ল্যাট, রাজশাহীর বনগ্রাম মৌজায় জমিসহ মোট ১ কোটি ৩ লাখ টাকার সম্পদ পাওয়া গেছে। মোস্তাফিজের স্ত্রীর বিরুদ্ধে ১৫ লাখ ৭৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের প্রমাণও মিলেছে।


সর্বশেষ সংবাদ