পরীক্ষার হল ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো © ফাইল ফটো
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা নতুন করে প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বোর্ডের ওয়েবসাইটে কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে।
চূড়ান্ত কেন্দ্র তালিকা দেখুন এখানে
এদিকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে শুরু হবে বলে জানা গেছে। ইতোমধ্যে ফরম পূরণের সময়সীমা ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। শিক্ষার্থীরা বিলম্ব ফিসহ ফরম পূরণ করতে পারবেন আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠান প্রধানগণকে জানানো যাচ্ছে, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের কাজ চলমান রয়েছে। বিলম্ব ফিসহ ফরম পূরণের সর্বশেষ তারিখ আগামী ১৭ জানুয়ারি। উক্ত সময়ের মধ্যে ফরম পূরণের কাজ সম্পন্ন করতে হবে। পরবর্তীতে এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফরম পূরণের আর কোনো সময় বৃদ্ধি করা হবে না।