এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশের খবরটি সঠিক নয়— যা জানালেন বোর্ড চেয়ারম্যান

০৭ জুন ২০২০, ০৪:৪১ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ১৫ দিনের মধ্যে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এইচএসসি পরীক্ষার একটি রুটিন (সময়সূচি) ভাইরাল হয়েছে, সেখানে আগামী ১৫ জুলাই থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। তবে এটি ভুয়া বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

আজ রবিবার (৭ জুন) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তথ্যটি সঠিক নয়। সময়সূচি প্রকাশ করা হলে আগে বোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ধরণের ভুয়া তথ্য ফেসবুকে কেউ ছড়ালে আমাদের কিছু করার নেই। তবে সংশ্লিষ্ট সবাইকে সর্তক হওয়ার পরামর্শ দেন তিনি।

এর আগে গত ৩১ মে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সময় এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, এবারের এইচএসসি পরীক্ষা ১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল। সকল প্রস্তুতিও সম্পন্ন করে রেখেছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সে পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। কারণ এখানে ব্যাপক পরিমাণ শিক্ষার্থী, পুরোপুরি গণপরিবহন চালু হতে হবে।

তিনি বলেন, পরীক্ষা কেন্দ্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব না। তাহলে আমাদের পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বহুগুণ বৃদ্ধি করতে হবে। এসব কিছু না করতে পারলে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ব্যাপকভাবে থেকে যাবে। কোনোভাবেই এ ঝুঁকি এ মুহূর্তে নেয়া সম্ভব নয় বলে আমরা মনি করি।

তিনি আরও বলেন, সে কারণে করোনা পরিস্থিতি আরও অনুকূল না হওয়া পর্যন্ত আমরা এইচএসসি পরীক্ষা নিতে পারছি না। যখনই আমরা মনে করব পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি হয়েছে তখনই অন্তত পক্ষে দুই সপ্তাহ সময় দিয়ে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা গ্রহণ করব।

রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬
কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ডিজিটাল বাংলাদেশে সনাতন গোবিপ্রবি, ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জাপানের এনইএফ বৃত্তি পেল শেকৃবির ২৯ শিক্ষার্থী
  • ৩০ জানুয়ারি ২০২৬
জমিজমা নিয়ে বিরোধে বিএনপি নেতার মৃত্যুকে ‘জামায়াতের হামলায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬
শেরপুরে জামায়াত সেক্রেটারি নিহতের প্রতিবাদে এনসিপির মশাল মি…
  • ৩০ জানুয়ারি ২০২৬