এসএসসি পরীক্ষার উত্তরপত্রের ওএমআর জমা দিতে সময় বেঁধে দিল শিক্ষা বোর্ড

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের লোগো
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের লোগো  © টিডিসি সম্পাদিত

এসএসসি পরীক্ষার মূল্যায়নকৃত উত্তরপত্রের ওএমআর আগামী বৃহস্পতিবার (১৯ জুন) জমা দিতে প্রধান পরীক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে, যে সকল প্রধান পরীক্ষক এসএসসি পরীক্ষা ২০২৫-এর মূল্যায়নকৃত
উত্তরপত্রের ওএমআর এখন পর্যন্ত বোর্ডে জমা দেননি, তাদেরকে আগামী ১৯/০৬/২০২৫ তারিখের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে জমাদানের জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, এ নির্দেশনাটি কেবল ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য।

আরও পড়ুন: আগস্ট-সেপ্টেম্বরে হতে পারে সাত কলেজের ভর্তি পরীক্ষা, চূড়ান্ত সিদ্ধান্ত কাল

 


সর্বশেষ সংবাদ