এসএসসির মূল্যায়নকৃত ওএমআর পলিথিনে প্যাকেটজাত করে জমার নির্দেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ জুন ২০২৫, ১২:১৭ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৯:৫৩ AM
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার মূল্যায়নকৃত উত্তরপত্রের ওএমআর পলিথিনে প্যাকেটজাত করে জমা দিতে নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এতে স্বাক্ষর করেছেন।
নোটিশে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা ২০২৫-এর মূল্যায়নকৃত উত্তরপত্রের ওএমআর নির্ধারিত সময়সূচি অনুসারে ঢাকা শিক্ষা বোর্ডে জমা দানের জন্য নিয়ে আসার সময় বৃষ্টির পানি লেগে বা অন্য কোন কারণে ভিজে গেলে সমস্যার সৃষ্টি হতে পারে। এ অবস্থায় পরীক্ষার্থীদের মূল্যায়নকৃত জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ এক হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। দুই হাজার ২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষার ফল কবে—জানালেন ঢাকা বোর্ড চেয়ারম্যান
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র এক লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন ছাত্রী। এই বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি। প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩টি।
অপরদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।