টিসি প্রদানে অতিরিক্ত টাকা আদায় বন্ধের নির্দেশ

১২ ডিসেম্বর ২০১৮, ১২:৩৫ PM

© লোগো

টিসি নেয়া শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সারা বছরের বেতন, টিউশন ফি, হোস্টেল ফিসহ বিভিন্ন খাতে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ অনেক দিনের। এ প্রেক্ষিতে টিসির নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় বন্ধের নির্দেশ দিয়েছে ঢাকা বোর্ড। মঙ্গলবার শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা যে মাসে টিসি নিবে তাকে শুধুমাত্র সেই চলমান মাস পর্যন্ত বেতন ও হোস্টেল ফি পরিশোধ করতে হবে। কোনভাবেই শিক্ষার্থীদের কাছ থেকে পরবর্তী মাসসমূহের বেতন, হোস্টেল ফি, সেশন ফি বাবদ অতিরিক্ত টাকা  নেয়া যাবে না। এছাড়া টিসি কিংবা অন্যান্য ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়া যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়া শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত ফি আদায়ের উদ্দেশ্যে শিক্ষার্থীদের টিসি আটকে না দেয়ারও নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড। এ ধরণের কোন অভিযোগ পাওয়া গেলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে  কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। এমনকি এ ধরণের অভিয়োগে প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতিও বাতিল করা হতে পারে বলেও প্রতিষ্ঠানগুলোকে হুশিয়ার করেছে বোর্ড। 

অভিনয়ে বছরের প্রথম পুরস্কার পেলেন জয়া আহসান
  • ৩০ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মী বহিষ্কার
  • ৩০ জানুয়ারি ২০২৬
রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬
কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ডিজিটাল বাংলাদেশে সনাতন গোবিপ্রবি, ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জাপানের এনইএফ বৃত্তি পেল শেকৃবির ২৯ শিক্ষার্থী
  • ৩০ জানুয়ারি ২০২৬