এইচএসসি পরীক্ষা কবে হবে, যা বলছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ১০:১০ AM , আপডেট: ৩০ মার্চ ২০২৩, ১০:৩০ AM
চলতি বছরের এইচএসসি পরীক্ষা আয়োজনের একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা আছে। তবে এটি চূড়ান্ত নয়। পরিস্থিতি বিবেচনায় অনেক কিছুই পরিবর্তন হতে পারে। পরীক্ষার তারিখ চূড়ান্ত হলে আমরা তা আপনাদের জানিয়ে দেব।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা বলেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
বোর্ড সূত্রে জানা গেছে আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। তবে তাদের সেই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। কেননা অনেক শিক্ষার্থী এবং তাদের অভিভাবক পরীক্ষা পেছানোর জন্য বোর্ড কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছেন।
জানা গেছে, চলতি বছর সম্পূর্ণ সিলেবাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শিক্ষার্থীরা সিলেবাস শেষ করার সময় পেয়েছেন মাত্র ১৫ মাস। দ্রুত সিলেবাস শেষ করায় শিক্ষার্থীরা সেভাবে নিজেদের প্রস্তুত করতে পারেননি। তাই পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন তারা। এই অবস্থায় জুলাইয়ের পরিবর্তে আগস্টে পরীক্ষা আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে। তবে এটি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের এক সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থী-অভিভাবকরা। আমরা তাদের সেই দাবি বিবেচনা করে দেখব। বোর্ডের পরীক্ষা শাখা থেকে পরীক্ষার তারিখের বিষয়ে আমাদের কাছে প্রস্তাবনা আসলে সমন্বয় বোর্ডের সবাই আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। পরবর্তীতে আমরা আমাদের সিদ্ধান্ত মন্ত্রণালয়কে জানিয়ে দেব। তারা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
আগস্টে পরীক্ষা আয়োজনের বিষিয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আগস্ট মাসে পরীক্ষা আয়োজন করা হবে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। এইচএসসি পরীক্ষা নিয়ে এখনো অনেকগুলো সভা হওয়া বাকি রয়েছে। কাজেই এত তাড়াতাড়ি এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।