এসএসসিতে অংশ নিতে রেজিস্ট্রেশন ৩১ অক্টোবরের মধ্যে

শিক্ষার্থী
শিক্ষার্থী  © ফাইল ছবি

২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় শেষ হচ্ছে আগামী সোমবার (৩১ অক্টোবর)। এই সময়ের মধ্যে বাদপড়া ও টিসি নিয়ে ভর্তি হওয়া গত বছরের নবম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। 

সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আবুল মনসুর ভূইয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। বিভিন্ন কারণে বাদপড়া ও বোর্ড পরিবর্তন করে টিসির মাধ্যমে আসা শিক্ষার্থীদের ২৬ অক্টোবর থেকে ৩১ অক্টোবরের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা যাবে। বিলম্ব ফি ছাড়া সোনালী সেবার মাধ্যমে ১৭১ টাকা ফি দিয়ে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে। 

বোর্ড আরও জানিয়েছে, এ সময়ের পর কোনো অবস্থাতেই এ ধরণের কোনো শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করা যাবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করা না হলে এর দায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। 


সর্বশেষ সংবাদ