টুইটারের প্রধান নির্বাহী পদে ভারতীয় পরাগ

পরাগ আগরওয়াল ও জ্যাক ডরসি
পরাগ আগরওয়াল ও জ্যাক ডরসি  © সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক ডরসি পদত্যাগ করেছেন। তিনি এই ওয়েবসাইটের সহপ্রতিষ্ঠাতাও। প্রতিষ্ঠানটির নতুন সিইও হিসেবে নিযুক্ত হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল। এই পদক্ষেপটি অবিলম্বে কার্যকর হবে।

সোমবার (২৯ নভেম্বর) টুইটারের পক্ষ থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। নতুন প্রধান নির্বাহীর দায়িত্বে আসা পরাগ প্রতিষ্ঠানটির চিফ টেকনিক্যাল অফিসার হিসাবে কর্মরত ছিলেন।

পদত্যাগের বিষয়ে জ্যাক ডরসি জানান, আমি টুইটার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি বিশ্বাস করি যে কোম্পানিটি তার প্রতিষ্ঠাতাদের থেকে এগিয়ে যেতে প্রস্তুত।

তিনি বলেন, ‘‘টুইটারের সিইও হিসাবে পরাগের উপর আমার আস্থা গভীর। গত ১০ বছরে তার কাজ রূপান্তরমূলক হয়েছে। আমি তার দক্ষতা, হৃদয় এবং আত্মার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। এটাই তার নেতৃত্ব দেওয়ার সময়।’’

জ্যাক ডরসি ২০০৬ সালে টুইটার প্রতিষ্ঠার পর থেকে টুইটার এবং পেমেন্ট ফার্ম স্কয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করে আসছেন। নতুন সিইও আগারওয়াল ২০১১ সালে টুইটারে যোগদান করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence