শিক্ষাখাতে ১৭শ’ কোটি টাকা সহায়তার প্রতিশ্রুতি আইডিবির

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক  © লোগো

স্বল্প আয়ের দেশের শিশুদের শিক্ষার উন্নয়ন ও প্রচারের জন্য ২০ কোটি ডলার (বাংলাদেশি টাকায় ১৬৮৭ কোটি) সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশনের (জিপিই) রেইজ ইওর হ্যান্ড শীর্ষক ক্যাম্পেইনের ২০২১ থেকে ২০২৫ সালের জন্য এই অর্থ দেবে ব্যাংকটি। খবর আরব নিউজ।

নিম্ন আয়ের দেশগুলোর শিক্ষা ব্যবস্থাপনায় উন্নয়ন ও স্কুলগুলোয় শিক্ষার্থী সংখ্যা বাড়ানোর জন্য অংশীদারিত্বের ভিত্তিতে তহবিল সংগ্রহ করে জিপিই। এ প্রচারণার মাধ্যমে বিশ্বনেতাদের প্রতি অন্তত ৫০ লাখ ডলার অনুদার দিতে অনুরোধ করা হয়েছে। বিশ্বের ৯০টি নিম্ন আয়ের দেশ ও অঞ্চলের শিক্ষার উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে।

সেনেগালের পানি ও স্যানিটেশন বিষয়ক মন্ত্রী এবং জিপিই বোর্ডের ভাইস-চেয়ারম্যান সেরিম থিয়াম বলেন, আমাদের লক্ষ্য হল আরব দেশগুলো থেকে অন্তত ৪০ কোটি ডলার সংগ্রহ করা। আমরা বিশ্বাস করি এর মাধ্যমে অন্যরাও আমাদের তহবিলে অর্থ সহায়তা দিতে আগ্রহী হবে।


সর্বশেষ সংবাদ