বিশ্বজুড়ে হঠাৎ বন্ধ হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম

২০ মার্চ ২০২১, ১২:১৭ AM

© লোগো

শুক্রবার রাত ১১টা ২৫ থেকে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম পরিষেবা ব্যাহত হয় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে। অসুবিধার মধ্যে পড়েন হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। কোনও রকম টেক্সট মেসেজ আদান-প্রদান করা যাচ্ছিল না।

এখনও পর্যন্ত এর কারণ জানা যায়নি। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের মালিকানাধীন এই দুই সংস্থা এখনও পর্যন্ত পরিষেবা বিপর্যস্ত হওয়ার কোনও ব্যাখ্যা নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে দেয়নি। তবে রাত ১২টা ০৮ নাগাদ হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সমস্যার সমাধান হয়।

তবে এই প্রথমবার নয়, সাম্প্রতিক সময়েয় একাধিকবার ফেসবুক মেসেঞ্জার ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ধরনের ঘটনা ঘটতে দেখা গেছে। যদিও হোয়াটসঅ্যাপের মতো জরুরি এবং অতিপ্রয়োজনীয় অ্যাপের ক্ষেত্রে পরিষেবা বিপর্যয়ের নজির খুব একটা নেই বললেই চলে।

গত ফেব্রুয়ারি মাসেও ব্রিটেনে একই ধরনের সমস্যা দেখা দিয়েছিল যখন ফেসবুকের মালিকানাধীন একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম স্তব্ধ হয়ে যায়। যদিও শুক্রবার রাত ১২ টা ১০ নাগাদ দেখা যায়, হোয়াটসঅ্যাপের পরিষেবা আবার স্বাভাবিক হয়ে গেছে।

ঢাবি থেকে ১৯ গবেষকের পিএইচডি ও ২৩ জনের এমফিল ডিগ্রি অর্জন
  • ২৭ জানুয়ারি ২০২৬
কাকে ভোট দেবেন, আহমাদুল্লাহর পর বললেন মিজানুর রহমান আজহারী
  • ২৭ জানুয়ারি ২০২৬
একটা ছেলের কারণে সাতক্ষীরাবাসী গর্বিত: জামায়াত আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
প্রশাসনের শোকজের পর উল্টো জবাব চাইলেন ডাকসু নেতা সর্ব মিত্র
  • ২৭ জানুয়ারি ২০২৬
পাটোয়ারীদের এত ভয় পাওয়ার কারণ কী, প্রশ্ন হাসনাতের
  • ২৭ জানুয়ারি ২০২৬
এসিআই কেমিক্যাল নিয়োগ দেবে নারী কর্মী, কর্মস্থল ঢাকা
  • ২৭ জানুয়ারি ২০২৬