৫ কোটি গ্রাহকের মাইলফলকে রবি

১৫ অক্টোবর ২০২০, ০৫:৫০ PM
রবি

রবি © ফাইল ফটো

দেশের শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান রবি ৫ কোটি গ্রাহকের অনন্য মাইলফলক অর্জন করেছে। সাম্প্রতিক সময়ে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতির পর রবি ও এয়ারটেলের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাওয়ায় এবং গ্রাহকসংখ্যা বাড়তে শুরু করায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

রবির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ আজ বুধবার এক অনলাইন সংবাদ সম্মেলনে এ অর্জনের এ কথা জানান। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ডিজিটাল সংবাদ সম্মেলনের প্রধান অতিথি ছিলেন।

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলমের সঞ্চালনায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘৫ কোটি গ্রাহকের স্বপ্নকে ধারণ করে প্রযুক্তিনির্ভর আগামী বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে এই সাফল্য উৎযাপনে বিশদ পরিকল্পনা তৈরি করা হয়েছে’।

৫ কোটি গ্রাহকের ঘোষণা দেওয়ার সময় রবির এমডি ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ জানান, রবি-এয়ারটেল গ্রাহকেরা এ আনন্দের মুহুর্তে প্রতিদিন ৫ কোটি এমবি ডেটা বোনাস ব্যবহারের সুযোগ পাবেন। এ ডেটা পেতে গ্রাহকদের নির্দিষ্ট জনপ্রিয় ডেটা প্যাক কিনতে হবে। একই সাথে রবি-এয়ারটেল গ্রাহকেরা ১ পয়সা/সেকেন্ড-এর সব ভয়েস কল অফারের সাথে ৫ দিন অতিরিক্ত মেয়াদ উপভোগ করতে পারবেন।

মাহতাব আরও জানান, রবি এবং এয়ারটেলের গ্রাহকেরা রবি-টেন মিনিট স্কুলের মোবাইল অ্যাপ স্মার্টফোনে ইনস্টল অথবা প্রথমবার লগইন করে ২০০ এমবি বিনামূল্যে ডেটা উপহার পাবেন। এ সব অফার আজ থেকে শুরু করে আগামী এক মাস চালু থাকবে। ৫ কোটি গ্রাহক উদযাপনের অংশ হিসেবে সারা দেশের প্রায় ৫০টি জেলায় এতিমখানায় রবি খাবার আয়োজন করবে বলে জানান মাহতাব।

রবির এমডি ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে রবির সুদূরপ্রসারী অভিষ্টের কথা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমরা এখন ডিজিটাল ইকোনমি নামে এক নতুন ধারার অর্থনীতিতে প্রবেশ করেছি, যেখানে আমাদের জীবনের সব কিছু ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হবে এবং এ যাত্রায় অংশীদার হওয়ার মাধ্যমে মানুষের জীবনযাত্রাকে নতুনভাবে সাজিয়ে তুলতে রবি বদ্ধপরিকর।’

৫ কোটি গ্রাহক অর্জনের যাত্রায় রবির বিভিন্ন মাইলফলক অর্জন তুলে ধরেন কোম্পানির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ। তিনি বলেন, দেশের প্রথম অপারেটর হিসেবে ৩.৫জি সেবা চালু, একমাত্র অপারেটর হিসেবে চালুর একদিনের মধ্যে সারা দেশে ৬৪টি জেলায় একযোগে ৪.৫জি সেবা চালু, দেশের প্রথম অপারেটর হিসেবে ভলটিই সেবা এবং নিজেদের নেটওয়ার্কে প্রথম ৫-জির পরীক্ষা চালিয়েছে রবি।

তিনি বলেন, এ সব ঈর্শ্বনীয় সাফল্যই রবিকে দেশের সবচেয়ে কাঙ্ক্ষিত টেলিকম ব্র্যান্ডে পরিণত করেছে। এমএনপির মাধ্যমে প্রতি ৭ জন গ্রাহকের মধ্যে ৫ জনের রবি নেটওয়ার্কে যোগদানই তার প্রমাণ। নেটওয়ার্ক সম্প্রসারণে রবি অব্যাহতভাবে বিনিয়োগ করেছে এবং দেশের সবচেয়ে বিস্তৃত ৪.৫জি নেটওয়ার্ক তৈরি করেছে রবি।

১৩১ শিক্ষার্থীকে বৃত্তি দিলো দ্যা স্কলারস ফাউন্ডেশন
  • ১৭ জানুয়ারি ২০২৬
পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ
  • ১৭ জানুয়ারি ২০২৬
খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের নির্বাচন করতে দেও…
  • ১৭ জানুয়ারি ২০২৬
নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নেবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, পদ …
  • ১৭ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
  • ১৭ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম কলেজে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড ২০২৬-এর আঞ্চলি…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9