ফেসবুকে প্রোফাইল বা পেজ ভেরিফাই করবেন যেভাবে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ০৮:২৮ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২০, ০১:২৩ AM
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের প্রোফাইল বা পেজের নামের পাশে নীল বৃত্তাকারে সাদা টিক চিহ্ন থাকে। ফেসবুকে নীল বৃত্তাকারে সাদা এই টিক চিহ্নকে বলা হয় ব্লু ব্যাজ।
যথাযথ নিয়ম অনুসরণ করে ব্যাক্তিগত প্রোফাইল কিংবা পেজ ‘ভেরিফাই’ করলে এই ব্লু ব্যাজ পাওয়া যায়। প্রোফাইল বা পেজের সত্যতা নিশ্চিতকরণ ও গ্রহণযোগ্যতা বাড়াতে দীর্ঘদিন ধরেই এই সুবিধা দিয়ে যাচ্ছে ফেসবুক।
ফেসবুকে প্রোফাইল বা পেজ ভেরিফাই করবেন যেভাবে-
- এরপর পেজ বা প্রোফাইল নির্বাচন করুন।
- প্রোফাইল হলে নির্ধারিত বক্সে প্রোফাইলে লিংক দিন।
- অফিসিয়াল আইডি (যেমন- জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ফোন বা ইউটিলিটি বিল ইত্যাদি) এর স্ক্যান কপি আপলোড করুন।
- অফিসিয়াল পেজের লিঙ্ক দিন।
- Additional Information বক্সে কেন ভেরিফাই করতে চান তা উল্লেখ করুন।
- এবার Send বাটনে ক্লিক করে সাবমিট করুন।
তথ্য সাবমিট করার কয়েক মিনিটের মধ্যেই আপনার আবেদনের অবস্থা জানাবে ফেসবুক।
পড়ুন: নোবেলের ইউটিউব চ্যানেল ব্যান, সাবস্ক্রাইবার ছিল ১৪ লাখ