বিজ্ঞান প্রদর্শনী উপভোগ করল ৬ হাজার শিক্ষার্থী

২৬ জানুয়ারি ২০২০, ০৭:৪৮ PM

© টিডিসি ফটো

নবম কাব ক্যাম্পুরী-২০২০ উপলক্ষে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। গত ২১-২৪ জানুয়ারি জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক এবং গাজীপুরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

চার দিনে প্রায় ৬ হাজার তরুণ শিক্ষার্থী ও স্কাউট এ প্রদর্শনীতে অংশগ্রহণ করে। পুরো মৌচাক এলাকায় শিক্ষার্থীদের আনন্দের জোয়ার বয়ে যায়। এ ধরণের প্রদর্শনীতে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এমন প্রদর্শনী আবারো আয়োজনের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘‘বিজ্ঞানকে বই পুস্তক এবং আবদ্ধ ভবনের গণ্ডি থেকে ছড়িয়ে দিতে বিজ্ঞান জাদুঘর এক অভিলক্ষ্য নিয়ে কাজ করছে। এতে শিক্ষার্থীরা মোবাইল আসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে মুক্তি পাবে এবং তাঁদের জ্ঞানের পরিসর বৃহৎ হবে”।

উল্লেখ্য এ প্রদর্শনীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের দু’টি ফোর ডি মুভিবাস, দু’টি মহাকাশ অবলোকন বাস শিক্ষার্থী এবং স্কাউটদের জন্য উন্মুক্ত করা হয়। এছাড়া একটি মিউজু বাসও প্রদর্শনীর জন্য উন্মুক্ত রাখা হয়।

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে কুবি ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনে মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের
  • ৩০ জানুয়ারি ২০২৬
৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: র…
  • ৩০ জানুয়ারি ২০২৬