২০১৯ সালে আয়ের হিসাবে শীর্ষ দশে যারা

ইউটিউব থেকে ৮ বছরের রায়ানের আয় ২ কোটি ৬০ লাখ ডলার

১৯ ডিসেম্বর ২০১৯, ১১:৩২ PM

© ফাইল ফটো

এ বছরও সর্বোচ্চ আয় করা ইউটিউবারের স্থানটি ধরে রেখেছেন আট বছর বয়সী ইউটিউবার রায়ান। নিজের শিশুবান্ধব ইউটিউব চ্যানেল ‘রায়ান’স ওয়ার্ল্ডে’ নতুন নতুন খেলনা রিভিউ করেন এই ইউটিউবার। ২০১৯ সালে তিনি আয় করেছেন মোট দুই কোটি ৬০ লাখ ডলার। গত বছরও রায়ান শীর্ষস্থানে অবস্থান করেছিলেন আর ইউটিউব থেকে তার আয় ছিল ১৭৬ কোটি টাকা।

আয়ের ভিত্তিতে শীর্ষ দশ ইউটিউবারের ওই তালিকাটি তৈরি করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। জুন ২০১৮ থেকে জুন ২০১৯ পর্যন্ত কোন ইউটিউবারের কত আয় হয়েছে, সে হিসেবেই তৈরি করা হয়েছে তালিকাটি।  তালিকায় থাকা শীর্ষ দশ ইউটিউবার মিলে ২০১৯ সালে আয় করেছেন ১৬ কোটি ২০ লাখ ডলার। -- খবর বিবিসি’র।

ওই শীর্ষ দশ তালিকায় জায়গা করে নিয়েছে ডুড পার্ফেক্ট, পিউডিপাই, জেফরিস্টার ও মার্কিপ্লায়ারের মতো ইউটিউব চ্যানেলগুলো। আর তালিকা থেকে ছিটকে পড়েছেন লোগান পল ও জেক পল। ২০১৮ সালে তালিকার দ্বিতীয় স্থানে ছিলেন জেক পল।   

চলুন জেনে নেওয়া যাক ঠিক কত আয় করে কোন কোন চ্যানেলগুলো জায়গা করে নিয়েছে এ বছরের তালিকায়-

আয়ের হিসেবে ২০১৯ সালের শীর্ষ দশ ইউটিউবার

১. রায়ান কাজি - দুই কোটি ৬০ লাখ ডলার আয় করেছেন আট বছর বয়সী এই ইউটিউবার। 

২. ডুড পার্ফেক্ট – দুই কোটি ডলার আয় করে তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে চ্যানেলটি।

৩. নাস্তেয়া – এক কোটি ৮০ লাখ ডলার আয় করেছে এই চ্যানেল। পাঁচ বছর বয়সী ইউটিউবার আনাস্তাসিয়া র‌্যাজিনস্কায়ার দেখা মিলবে চ্যানেলটিতে।

৪. রেট অ্যান্ড লিঙ্ক – ফোর্বসের হিসেবে এক কোটি ৭৫ লাখ ডলার আয় করেছে রেট অ্যান্ড লিঙ্ক। 

৫. জেফরি স্টার – এক কোটি ৭০ লাখ ডলার আয় করে তালিকার পঞ্চমে জায়গা করে নিয়েছেন জেফরি স্টার।

৬. প্রেসটন আর্সেমেন্ট – মোট আয় করেছেন এক কোটি ৪০ লাখ।

৭. পিউডিপাই – পিউডিপাইয়ের এ বছরে আয় হয়েছে এক কোটি ৩০ লাখ ডলার।  

৮. মার্কিপ্লায়ার – পিউডিপাইয়ের সমপরিমাণ আয় করেছেন মার্কিপ্লায়ার-ও। ২০১৯ সালে এই ইউটিউব চ্যানেলের আয় এক কোটি ৩০ লাখ ডলার।

৯. ড্যানিয়েল মিডলটন – এক কোটি ২০ লাখ ডলার আয় করে তালিকার নবম স্থানে জায়গা করে নিয়েছেন ড্যানিয়েল মিডলটন।

১০. ইভান ফঙ – ২০১৯ সালে ইভান ফঙ’য়ের আয় হয়েছে এক কোটি ১৫ লাখ ডলার।

তালিকা তৈরির সময় বিজ্ঞাপন, সফর, পণ্যদ্রব্য ও স্পন্সরড কনটেন্ট থেকে ইউটিউবারদের করপূর্ব আয় অনুমান করার চেষ্টা করেছে ফোর্বস।

এদিকে, ইউটিউবারদের আয় প্রসঙ্গে ইন্টারনেট সংস্কৃতি বিষয়ক লেখক ক্রিস স্টোকেল-ওয়াকার বলেছেন, “ইউটিউব চ্যানেল শুরু করা বা পেশা হিসেবে ‘ইনফ্লুয়েন্সার’ হতে চাওয়া অধিকাংশই সুবিধা করে উঠতে পারেন না। মার্কিন দারিদ্র্য রেখা পার করতে যেটুকু আয় হওয়া প্রয়োজন, ৯৬.৫ শতাংশ ইউটিউবারই বিজ্ঞাপন থেকে সেটুকু আয় করতে পারেন না। আর প্ল্যাটফর্মে ক্রমাগত নতুন নতুন ইউটিউবার আসতে থাকায় প্রতিযোগিতাও আগের তুলনায় অনেক কঠিন হয়ে উঠেছে।”

ওয়াশিংটনভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, শিশুদের উপস্থিতি ইউটিউব ভিউয়ের ক্ষেত্রে প্রভাব রাখে। ‘যেসব ভিডিওতে শিশুরা উপস্থিত হয়, সেগুলো অন্যান্য আর দশটি ‘উচ্চ সাবস্ক্রাইবার’ চ্যানেলের তুলনায় তিন গুণ বেশি ভিউ পায়।’

৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: র…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সেই ‘দুখিনী মা’য়ের সম্মানে সুবর্ণচরকে পৌরসভায় উন্নীত করবে জ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপে উচ্চশিক্ষার সুযোগ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুরতে গিয়ে নদীতে গোসলে নেমে নিখোঁজ, তিন ঘণ্টা পর শাকসুর হলে…
  • ৩০ জানুয়ারি ২০২৬