বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে শিশুদের বড় হওয়ার আহবান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। তিনি বলেছেন, শিশুদের বড় হয়ে মেধা ও প্রতিভা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। একইসঙ্গে সোনার বাংলা গড়তে শিশুদের পড়াশোনা করতে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে উজ্জীবিত হতে আহবান জানান তিনি।
একই সঙ্গে অভিভাবকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, অভিভাবকদের মন শিশুদের মত হতে হবে এবং শিশুদের মনন ও চেতনা নিজেদের মধ্যে ধারণ করার অভ্যাস করুন।
মঙ্গলবার ঢাকার আগারগাঁওস্থ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে রাজধানীর ২৭ শিক্ষা প্রতিষ্ঠানের সাত শতাধিক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।
.png)
এ প্রতিযোগিতায় মুক্তিযুদ্ধ বিষয়ে শ্রেষ্ঠ চিত্রাঙ্কনের জন্য ১৭ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ৩ জন প্রতিযোগী হলেন যথাক্রমে আয়শা মাহজীন খান তানিশা, (ক্যাপস্টিন স্কুল), মো. শাহাদাৎ হোসেন, (সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুল) ও নুরুল আফতাব, (এবিসি ইন্টারন্যাশনাল স্কুল)।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহবুবুল হক এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমির পরিচালক ড. এম এ মাজেদ। সকাল থেকে শিক্ষার্থীর পদচারণায় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এলাকা মুখরিত হয়ে উঠে। বিজ্ঞান জাদুঘরের ইতিহাসে এটিই সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগী ও শিক্ষার্থীর অংশগ্রহণে একটি সফল অনুষ্ঠান বলে মন্তব্য করেছেন অভিভাকরা।