এফ কমার্স উদ্যোক্তাদের মিলনমেলা বসবে ২৮ ডিসেম্বর

১৫ ডিসেম্বর ২০১৯, ১০:২৭ AM

এফ কমার্স (ফেসবুক কমার্স) উদ্যোক্তাদের অংশগ্রহণে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল এফ কমার্স সামিট ২০১৯। আগামী ২৮ ডিসেম্বর রাজধানীর কেআইবি কমপ্লেক্সে অনুষ্ঠেয় এ সামিটের আয়োজন করেছে স্পেশালাইজড ডিজিটাল মার্কেটিং এজেন্সি গীকি সোস্যাল লিমিটেড।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও ই-ক্যাব সামিট এ আয়োজনে সহযোগিতা করছে।

তৃতীয়বারের মতো আয়োজিত এ সামিটে সংশ্লিষ্ট উদ্যোক্তারা পণ্য প্রদর্শনের পাশাপাশি নিজেদের উদ্যোগ বিনিয়োগকারীদের সামনে তুলে ধরার সুযোগ পাবেন। এছাড়া এফ-কমার্স শিল্পের ক্রমবর্ধমান মানোন্নয়ন, কারিগরি দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সামিটে রাখা হয়েছে চারটি নলেজ সেশন। ইউটিউবারদের মতো কীভাবে ফেসবুকে ভিডিও শেয়ার করে আয় করা যায়, সে বিষয়ে রয়েছে দিকনির্দেশনামূলক একটি সেশন। কনটেন্ট ক্রিয়েটর ও মেসেঞ্জার বট নিয়েও রয়েছে আলাদা সেশন। এছাড়া ফেসবুক উদ্যোক্তাদের বিক্রয় বৃদ্ধির কৌশলবিষয়ক নলেজ সেশন রাখা হয়েছে। এবারের সামিটে এফ-কমার্স শিল্পকে উৎসাহিত করতে পাঁচজন এফ-কমার্স উদ্যোক্তা ও পাঁচজন পৃষ্ঠপোষককে পুরস্কৃত করা হবে।

আয়োজকরা জানান, বাংলাদেশে বর্তমানে প্রায় তিন লাখ এফ-কমার্স উদ্যোক্তা রয়েছে, যার অর্ধেকের বেশি নারী উদ্যোক্তা। এবারের সামিটে সব মিলিয়ে দুই হাজার দর্শনার্থী ও এক হাজার উদ্যোক্তার উপস্থিতি থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাটারি ও মোবাইল উৎপাদনে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে: …
  • ৩০ জানুয়ারি ২০২৬
আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬