৪৫ টাকা দরে ৫ থানায় বিক্রি হবে পেঁয়াজ

০৬ ডিসেম্বর ২০১৯, ০৮:২০ PM

© ফাইল ফটো

ক্রমাগত দাম বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজ নিয়ে নাভিশ্বাস বাংলাদেশের সর্বস্তরের মানুষের মধ্যে। এবার সে পেঁয়াজ মাত্র ৪৫ টাকায় বিক্রি করার উদ্যোগ নিয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতির। সাধারণ মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা যায়।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০ থেকে নগরীর ৫ থানা প্রাঙ্গণে এক যোগে শুরু হবে এ কার্যক্রম।

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)’র ৫ থানায় টানা সাত দিন ধরে বিক্রি হবে পেঁয়াজ। উদ্যোগের অংশ হিসেবে মোট ৩৫ টন পেঁয়াজ বিক্রি করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

এ বিষয়ে সিএমপি’র কমিশনার মাহাবুবর রহমান বলেন, পেঁয়াজ নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ উদ্যোগের ফলে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে। মোট সাত দিন নগরীর পাঁচ থানায় এ কার্যক্রম চলবে।

জানা যায়, পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে শনিবার সকাল ১০টা থেকে সিএমপি’র কোতোয়ালী, খুলশী, পাহাড়তলী, চান্দগাঁও ও ইপিজেড থানায় পেঁয়াজ বিক্রি করা হবে। প্রত্যেক থানা প্রাঙ্গণে এক টন করে প্রতিদিন মোট পাঁচ টন পিয়াজ বিক্রি হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ১ কেজি করে পেঁয়াজ ক্রয় করতে পারবেন।

ট্যাগ: পেঁয়াজ
আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব: হাসনাত আবদুল্লাহ
  • ৩০ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিন : তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
এআই-ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় জিএসআইএমএএলের যাত্রা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
তরুণদের জন্য এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬