ইন্টারনেটে পর্ন দেখতে নিজের চেহারা দেখাতে হবে!

২৮ অক্টোবর ২০১৯, ০৮:০৮ PM

গোপনে ইন্টারনেটে পর্ন দেখার সময় শেষ হতে চলেছে। এখন ইউজারদেরকে নিজের চেহারা দেখাতে হবে। এমনই একটি আইন করতে চলেছে অস্ট্রেলিয়ার জাতীয় সংসদ। অস্ট্রেলিয়ার নাগরিকদের ফেসম্যাচিং ডাটাবেজে থাকা ছবির সঙ্গে পর্ন দেখতে চাওয়া ইন্টারনেট ইউজারের চেহারা মিলিয়ে বয়স নির্ণয় করা হবে। এবং প্রাপ্ত বয়স্ক হলেই শুধু পর্ন ছবি দেখার বা ডাউনলোড করার অনুমতি দেওয়া হবে।

অস্ট্রেলিয়ার আইনপ্রণেতারা অনলাইন পর্ন এবং জুয়াখেলা নিয়ে সম্প্রতি একটি অনুসন্ধান চালানোর পর এসব বিষয়ে বয়সের সীমা বেধে দেওয়ার এই প্রস্তাব করেন।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও তাদের ফেস-ভেরিফিকেশন সার্ভিস ব্যবহার করে ইন্টারনেটে পর্নে দেখতে চাওয়াদের বয়স যাচাই করার প্রস্তাব দেয়। এতে অল্পবয়সীদের পর্ন দেখার ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব হবে।

২০১৬ সালে অস্ট্রেলিয়ার ফেস ভেরিফিকেশন সার্ভিস এর যাত্রা শুরু হয়। তবে ঠিক কীভাবে এই ফেস ভেরিফিকেশন ব্যবহার করা হবে সে ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। অল্পবয়সীদেরকে পর্ন থেকে রক্ষার জন্য যখন বিশ্বব্যাপী বিতর্ক চলছে তার মধ্যেই এই সিদ্ধান্ত নিলো অস্ট্রেলিয়া।

অবশ্য ব্রিটেনে চলতি মাসের শুরুর দিকে এরকম একটি প্রস্তাব বাতিল করে দেওয়া হয়েছে।

বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬