পাঠাও ব্যবহারকারীদের জন্য রবি আনল ডিজিটাল রিচার্জ

২৭ আগস্ট ২০১৯, ০৮:৪৩ PM
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মালিক পক্ষ

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মালিক পক্ষ © টিডিসি ফটো

পাঠাও মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এর গ্রাহকদের ডিজিটাল রিচার্জের সুবিধা দিতে একটি কৌশলগত চুক্তি সই করেছে দেশের শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি এবং দ্রুত প্রসারণশীল ডিজিটাল কোম্পানি পাঠাও।

মঙ্গলবার এ উপলক্ষে রাজধানীর রবি কর্পোরেট অফিসে কোম্পানির চিফ কমার্শিয়াল অফিসার প্রদীপ শ্রীবাস্তব এবং পাঠাও’র কো-ফাউন্ডার অ্যান্ড সিইও হুসেইন মোহাম্মদ ইলিয়াস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।

চুক্তির আওতায় পাঠাও’র মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে পাঠাও গ্রাহক ও রাইডাররা রবি ও এয়ারটেল’র ইলেকট্রনিক টপ-আপ সেবা উপভোগ করতে পারবেন। নতুন এই ডিজিটাল রিচার্জ সেবা আরো বেশি গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করবে বলে প্রত্যাশা কোম্পানি দুটির।

এ সময় রবির সেলস অপারেশনের ভাইস প্রেসিডেন্ট এ. এস. এম এনায়েতুর রহিম, জেনারেল ম্যানেজার বিল্পব ব্যানার্জি, ম্যানেজার রোনাল্ড রনি বৈদ্য ও অরুণাক্ষী দাস, লিগ্যাল অ্যাফেয়ার্স’র কন্ট্রাক্ট ম্যানেজমেন্টের ম্যানেজার আখতারুন্নেছা খানম এবং পাঠাও লিমিটেডের চিফ টেকনোলজি অফিসার শিফাত আদনান, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার মো. নাজমুল হক, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. আরমান কামাল, এক্সিকিউটিভ, মার্কেটিং, ওসমান সালেহ, এক্সিকিউটিভ, পে অপারেশন, মায়ামুর সুলতানা নওরীন উপস্থিত ছিলেন।

আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব: হাসনাত আবদুল্লাহ
  • ৩০ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিন : তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
এআই-ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় জিএসআইএমএএলের যাত্রা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
তরুণদের জন্য এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬