বিশ্বমানের আইটি ইঞ্জিনিয়ার তৈরিতে সহায়তা দেবে জাপানী প্রযুক্তি প্রতিষ্ঠান

০৪ মার্চ ২০১৯, ০৪:১৭ PM
হলোর টেকনোলজির চীফ অপারেটিং অফিসার মিতসুমাসাৎসুৎসুই

হলোর টেকনোলজির চীফ অপারেটিং অফিসার মিতসুমাসাৎসুৎসুই © টিডিসি ফটো

বিশ্বমানের ইলেক্ট্রনিক ইন্ডাস্ট্রির জন্য বাংলাদেশে দক্ষ ইঞ্জিনিয়ার তৈরিতে আগ্রহী জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান হলোর টেকনোলজি। ইলেকট্রনিক্স প্রযুক্তি শিক্ষা ও গবেষণার উন্নয়নে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরিতে সাহায্য করতে চায় তারা। রোববার রাতে রাজশাহীর ওয়ারিশন হোটেলে আয়োজিত এক আলোচনায় বিষয়টি জানান হলোর টেকনোলজির চীফ অপারেটিং অফিসার মিতসুমাসাৎসুৎসুই।

জাপানের অন্যতম এই প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান এই কর্মকর্তা জানান, বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে ইলেক্ট্রিক্যাল এ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে পাঠদান করা হয়। তবে ইলেকট্রনিক্স চিপ ডিজাইন (বিশেষ করে এনালগ সার্কিট ডিজাইন) এ বিশ্বমানের ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির জন্য যথেষ্ট নয়। যে সকল বিশ্ববিদ্যালয়গুলো আগ্রহী তাদের আমরা পরামর্শ এবং ট্রেনিং এর মাধ্যমে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির জন্য উপযোগী করে গড়ব। এর মাধ্যমে একজন শিক্ষার্থী বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি হতে পারবেন বলে তিনি আশাবাদী।

এদিকে এই কাজে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা)। তিনি আরও জানান, প্রাথমিক উদ্যোগ হিসেবে ইতোমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এ্যান্ড ইলেক্টনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সাথে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে তার প্রযুক্তি প্রতিষ্ঠান।

পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ইউনাইটেড ইন্টারন্যাশন্যাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এর সাথে সমঝোতা চুক্তির কথা রয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথেও আলোচনা করবেন।

হলোর টেকনোলজি ও মিতসুমাসাৎসুৎসুইকে বাংলাদেশে উদ্যোগের ব্যাপারে আগ্রহী করে তোলেন হলোর টেকনোলজির সিনিয়র ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম ও তৌহিদুল ইসলাম।

মিতসুমাসাৎসুৎসুই এর জাপান ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির এক জন প্রখ্যাত প্রযুক্তিবিদ হিসেবে বিশ্বব্যাপি পরিচিতি রয়েছে। তিনি পূর্বে জাপানের বিখ্যাত ইলেকট্রনিক্স কোম্পানি তোসিবাতে ৩২ বছর কর্ম জীবন অতিবাহিত করেন। সেখানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আশরাফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী। তিনি গত ৭ বছর ধরে ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিতে চিপ ডিজাইন এ কাজ করছেন। অন্যদিকে তৌহিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়টির হিসাববিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী।

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬