কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি লিন্টু ও মহাসচিব গোলাম হাফিজ

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৪ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
সভাপতি আহসানুজ্জামান লিন্টু ও মহাসচিব গোলাম হাফিজ কেনেডি

সভাপতি আহসানুজ্জামান লিন্টু ও মহাসচিব গোলাম হাফিজ কেনেডি © সংগৃহীত

বাংলাদেশ কৃষি অর্থনীতি সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আহসানুজ্জামান লিন্টু এবং মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর গোলাম হাফিজ কেনেডি।

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভায় ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আনোয়ার সিকদার, ড. মিজানুর রহমান, প্রফেসর ড. আকতারুজ্জামান, ড. ফাতেমা ওয়াদুদ শিলা, মজিবুর রহমান ও ড. মিজানুর রহমান সরকার।

যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন কৃষিবিদ শেখ মুহাম্মদ মাসউদ, ড. মনিরুজ্জামান ও আরিফ হাসান বেঙ্গল। কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন আজিজুর রহমান।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সুরুজ্জামান শুভ, দপ্তর সম্পাদক হয়েছেন মিটুল কুমার সাহা এবং প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শুয়ায়িব খান তারিখ। এছাড়াও ৩৫ সদস্যের মধ্যে কৃষিবিদ শামিমুর রহমান শামীম, মুজিবুর রহমান চুন্ন ও মো. আব্দুর রউফসহ নতুন সদস্যরা কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

প্রসঙ্গত, ২০২২ সালে অনুষ্ঠিত বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির জাতীয় সম্মেলনে দুই বছরের জন্য ৪৩ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছিল। ওই কমিটিতে সভাপতি নির্বাচিত হন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল হাসান এবং মহাসচিব ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ মিজানুল হক কাজল।

বিএনপির তিন গুণ নিরাপত্তা তাদের দিন: তারেক রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
বিপিএল ফাইনালে ট্রফি উন্মোচন নিয়ে থাকছে চমক
  • ২২ জানুয়ারি ২০২৬
কেন্দ্রের সামনে ফজরের নামাজ পড়ে ভোট দেওয়ার আহ্বান তারেক রহম…
  • ২২ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানকে বিশ্বকাপ বয়কট করার আহ্বান
  • ২২ জানুয়ারি ২০২৬
জিয়া-খালেদার কবর জিয়ারত করে প্রচার শুরু করলেন নীরব
  • ২২ জানুয়ারি ২০২৬
টুপি,ঘোমটা দিলে কি ভোট বেশি পাওয়া যায়?
  • ২২ জানুয়ারি ২০২৬