ব্যাংক খাতের দুরবস্থার জন্য অনেকের দায় রয়েছে: গভর্নর

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মুনসুর
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মুনসুর  © সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মুনসুর বলেছেন, ব্যাংক ও আর্থিক খাতের দুরবস্থার জন্য একক ব্যক্তি নয়, বরং অনেকের দায় আছে। ব্যাংক খাতের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করতে হবে।

আজ রবিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, `স্বাধীনতার পর বাংলাদেশের ব্যাংক ও আর্থিক খাত ভালো করলেও পুরোপুরি প্রত্যাশা পূরণ করতে পারেনি।আমাদের সবার আলাদা আলাদা দায়িত্ব ছিল। সবাই হয়তো সেই দায়িত্ব পালন করতে পারিনি। তবে বিষয়টি নিয়ে আত্মসমালোচনা দরকার।'

তবে ব্যাংক খাত দ্রুতই ঘুরে দাঁড়াবে জানিয়ে ড. আহসান এইচ মুনসুর বলেন, ব্যাংকিং ট্রেনিংয়ের পাশাপাশি নৈতিকতা-বোধ বৃদ্ধির চর্চা চালু করতে হবে। তা না হলে অর্থই অনর্থের মূলে পরিণত হবে। কারণ, ব্যাংক পরিচালনার জন্য অভিজ্ঞতার পাশাপাশি সৎ, মানবিক ও নৈতিক ব্যাংকারের প্রয়োজন।

আরও পড়ুন: ‘দেশে এখন রিজার্ভ ২০ বিলিয়নের ওপরে’

তিনি বলেন, ব্যাংক খাতের নতুন চ্যালেঞ্জগুলো নিয়ে কাজ করতে হবে। এর মধ্যে জলবায়ু ও গ্রিন ফাইন্যান্সিং নিয়েও বিআইবিএমকে কাজ করতে হবে। সাসটেইনেবল ফাইন্যান্স বাদ দিয়ে ব্যাংক খাত এগিয়ে যাওয়া সম্ভব না। এ জন্য এসএমই ও গ্রিন ফাইন্যান্স নিয়ে ট্রেনিং দিতে হবে। এ ছাড়া আন্তর্জাতিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পরিবেশবান্ধব হওয়ার দিকে এগোতে হবে।

গভর্নর আরও বলেন, আমাদের অর্থনীতিতে কতগুলো সংকট ছিল। বৈশ্বিক বাণিজ্যে আমাদের বিশাল ঘাটতি ছিল। রিজার্ভের পতন হচ্ছিল। এই জায়গা থেকে আমরা অনেকটুকু বের হয়ে এসেছি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আর কমছে না। গত আগস্ট মাসের পর ব্যাংক কোনো ডলার বিক্রি করেনি। কাজেই আমাদের রিজার্ভ কমবে না, বাড়বেই।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence