ডিমের আমদানি শুল্ক ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত

১৬ অক্টোবর ২০২৪, ০৭:১৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

ডিমের আমদানি শুল্ক ২০ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১৫ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

আজাদ মজুমদার বলেন, আমদানি পর্যায়ে ডিমের শুল্ক ২০ শতাংশ কমিয়ে ১৩ শতাংশ করা হয়েছে।

এর আগে গত ৮ অক্টোবর ডিম আমদানির ওপর বিদ্যমান শুল্ক প্রত্যাহারের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছিল বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। সংস্থাটির বাণিজ্য নীতি বিভাগের উপপ্রধান মাহমুদুল হাসান জানান, বাজারে বাড়ছে ডিমের দাম। এ পরিস্থিতিতে ডিম আমদানির ওপর বিদ্যমান শুল্ক প্রত্যাহারের জন্য আরেক দফা এনবিআরকে চিঠি দেয়া হয়েছে।

শর্তসাপেক্ষে আমদানিযোগ্য পণ্য হওয়ায় সরকারের অনুমতি ছাড়া ডিম আমদানি করা যায় না। অন্যদিকে, গত বছরগুলোতে ডিম আমদানি না হওয়ার কারণে স্বল্প মেয়াদে এই শুল্ক-কর ছাড়ের ফলে সরকারের রাজস্ব ক্ষতিরও আশঙ্কা নেই। বর্তমান ডিমে শুল্ক-কর মোট ৩৩ শতাংশ অব্যাহত রাখলে আমদানি করা ডিম দিয়ে স্থানীয় বাজারে দামের তেমন তারতম্য ঘটবে না। তাই কমিশন আগে পাঠানো প্রতিবেদনের আলোকে আমদানি পর্যায়ে ডিমের ওপর শুল্ক-কর স্বল্প সময়ের জন্যে প্রত্যাহার করলে সাধারণ জনগণ এই সময়ে স্বস্তির জায়গা খুঁজে পাবে।

২ সাংগঠনিক ইউনিটসহ এনসিপির ৬ সেলের দায়িত্বে আসিফ মাহমুদ
  • ০৬ জানুয়ারি ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি আকিজ গ্রুপে, পদ ৫৫, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৬ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে যা বললেন সাইফউদ্দিন
  • ০৬ জানুয়ারি ২০২৬
জকসু নির্বাচন: ক্যাম্পাস ঘিরে জড়ো হচ্ছে বিএনপি-জামায়াতের নে…
  • ০৬ জানুয়ারি ২০২৬
রাজধানীতে আমেরিকার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীর ঝুল…
  • ০৬ জানুয়ারি ২০২৬
ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
  • ০৬ জানুয়ারি ২০২৬