ফের বন্ধ ফেসবুক-হোয়াটসঅ্যাপ

০৪ আগস্ট ২০২৪, ০১:১১ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
ফের বন্ধ ফেসবুক-হোয়াটসঅ্যাপ

ফের বন্ধ ফেসবুক-হোয়াটসঅ্যাপ © সংগৃহীত

সারাদেশে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন। এ আন্দোলনকে ঘিরে রাজধানীর উত্তরা, শাহবাগসহ কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়াও মুন্সিগঞ্জে ২ জন নিহত হয়েছেন। এ অবস্থায় মোবাইল ইন্টারনেট ও ফেসবুক-হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেওয়া হয়েছে। 

এ অবস্থায় মোবাইল ডেটায় ওইসব সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ হয়ে গেছে। অনেক ব্যবহারকারী এ তথ্য জানালেও এ নিয়ে এখনও কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মোবাইল ফোনের ডেটা ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ঢোকা যাচ্ছে না। এতে মোবাবাইল ইন্টারনেট ব্যবহারে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা।

বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী জানিয়েছেন, দুপুর ১টার দিকে তারা ফোর-জি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।

এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেটের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। আইএসপিগুলোকে ইন্টারনেট সরবরাহকারী আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়েগুলো এখন পর্যন্ত কোন নিয়ন্ত্রণের নির্দেশনা পায়নি বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

ঢাকা কলেজে উচ্চমাধ্যমিক-অনার্স শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি
  • ২৪ জানুয়ারি ২০২৬
হাসিনা আপার কর্মী-সমর্থকদের জানাতে চাই, আমরা আছি আপনাদের পা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠার দুই যুগেও মাভাবিপ্রবিতে নেই নিজস্ব মন্দির, খোলা …
  • ২৪ জানুয়ারি ২০২৬
কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে…
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘ফ্যাসিস্ট আমলে জাতীয়তাবাদী আদর্শের যারা নিয়োগ পেয়েছে, তারা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নাহিদের আসনে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার সাঁটানোর অভিযোগ বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬