বিটিআরসির চিঠির জবাব দেয়নি ফেসবুক-ইউটিউব

৩০ জুলাই ২০২৪, ০৫:৪৬ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৬ AM
সংবাদ সম্মেলনে কথা বলছেন জুনাইদ আহমেদ পলক

সংবাদ সম্মেলনে কথা বলছেন জুনাইদ আহমেদ পলক © টিডিসি ফটো

গুজব প্রতিরোধসহ কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসির চিঠির জবাব দেয়নি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-ইউটিইউব। কেবল টিকটক চিঠির জবাবে ইমেইল পাঠিয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে সামাজিক যোগাযোগমাধ্যম সচলের বিষয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসের এক প্রশ্নের এসব তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী বলেন, ‘টিকটক সরকারের দেওয়া চিঠির জবাবে ইমেইল করে জানিয়েছে তারা ব্যাখ্যা দেবে। কিন্তু ফেসবুক ইউটিউব এখনো জবাব দেয়নি। আগামীকাল (৩১ জুলাই) তাদের আমরা ডেকেছিলাম। কাল পর্যন্ত সময় আছে। দেখা যাক তারা কী করে। তাঁদের জবাব পাওয়া সাপেক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম সক্রিয় করার বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।’

ইন্টারনেটের গতি কবে বাড়ানো হবে এমন প্রশ্নের জবাবে জুনাইদ আহমেদ পলক বলেন, সরকার ইন্টারনেট সেবাকে ‘রেস্ট্রিকটেড’ করে রাখেনি। ভিপিএন ব্যবহারের কারণে ইন্টারনেটে ধীরগতি পাওয়া যাচ্ছে। 

ইন্টারনেট বন্ধ থাকার কারণে ফ্রিল্যান্সারদের ব্যাপক ক্ষতি হয়েছে, এটি পুষিয়ে নিতে সরকার কোনো পদক্ষে নেবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ক্ষতি পুষিয়ে নিতে ফ্রিল্যান্সারদের ক্যাশ ইনসেন্টিভ দিতে সুপারিশ করা হবে। আমরা তাদের সরাসরি অর্থ দিতে পারবো না। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ক্যাশ ইনসেন্টিভ দেওয়ার সুপারিশ করব।

প্রতিমন্ত্রী পলক আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সাইবার সিকিউরিটি নিয়ে পর্যালোচনা করে আমরা চারটি বড় খাতে বড় ধরনের সাইবার হামলা হওয়ার আশঙ্কা করছি। সেগুলো হলো- ব্যাংকিং সেক্টর, তৈরি পোশাক শিল্প, টেলিকম সেক্টর ও বিদ্যুৎ-জ্বালানি খাত।’

নাহিদের আসনে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার সাঁটানোর অভিযোগ বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘জু’মা আসে জু’মা যায়, হাদি হত্যার বিচার নাই’
  • ২৩ জানুয়ারি ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনি প্রচারণায় ডিম নিক্ষেপ
  • ২৩ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স
  • ২৩ জানুয়ারি ২০২৬