হোয়াটসঅ্যাপে ভিডিও নোট পাঠানো সহজ হচ্ছে

হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ  © ফাইল ছবি

হোয়াটসঅ্যাপে ভিডিও নোট পাঠানোর প্রক্রিয়া সহজ হচ্ছে। এ জন্য নতুন সুবিধা যুক্ত হচ্ছে। এর মাধ্যমে ক্যামেরা বাটন থেকেই ভিডিও নোট মোড চালু করা যাবে।ডব্লিউএবেটাইনফো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বর্তমানে সর্বোচ্চ ১ মিনিট দৈর্ঘ্যের ভিডিও নোট পাঠানো যায়। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, একই ভয়েস নোট একাধিক ব্যক্তিকে পাঠানোর জন্য ক্যামেরা আইকন থেকে ভিডিও রেকর্ড করার পর বারবার গ্যালারিতে যেতে হয়। কেউ কেউ পাঠানো ভিডিও অন্যকে ফরওয়ার্ড করেন। নতুন বাটন কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপ থেকেই ভিডিও নোট একাধিক ব্যক্তিকে পাঠানো যাবে।

আরো পড়ুন: হোয়াটসঅ্যাপে ডিলিট করা ছবি-ভিডিও পাবেন যেভাবে

ভিডিও নোট বাটনে ক্লিক করে সহজেই ভিডিও নোট পাঠানোর সুযোগের ফলে বারবার ভিডিও রেকর্ড করার প্রয়োজন হবে না। ক্যামেরা ইন্টারফেস থেকে সহজে ভিডিও রেকর্ড করা যাবে। যদিও এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। নির্দিষ্ট কিছু ব্যবহারকারী এ সুবিধা পাচ্ছেন। কবে এ সুবিধাটি সবাই পাবে, তা জানা যায়নি।


সর্বশেষ সংবাদ