বাড়ল সোনার দাম, এবার ভরি কত?

২৫ জুন ২০২৪, ১১:৩৯ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৬ AM

আবারও দাম বেড়েছে সোনার। এ দফায় সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম বেড়েছে ১৪০০ টাকা। ফলে এ মানের প্রতি ভরি সোনার নতুন দাম হবে এক লাখ ১৮ হাজার ৩৫৫ টাকা।

মঙ্গলবার (২৫ জুন) জুয়েলারি ব্যবসায়ীদের সমিতি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল বুধবার থেকে নতুন দাম এ কার্যকর হবে।

এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই দেশের বাজারেও সোনার দাম বাড়ানো হয়েছে। নতুন দর অনযায়ী প্রতি ভরি ২২ ক্যার্টে সোনার দাম হবে এক লাখ ১৮ হাজার ৩৫৫ টাকা। এতদিন এ দর ছিল এক লাখ ১৬ হাজার ৯৫৫ টাকা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২১ ক্যারেট মানের প্রতি ভরির দাম হবে এক লাখ ১২ হাজার ৯৭৭ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৬ হাজার ৮৩৫ এবং স্বনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৮০ হাজার ৬২ টাকা।

এতদিন ২১ ক্যারেট মানের প্রতি ভরির দাম ছিল এক লাখ ১১ হাজার ৬৩৬ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৫ হাজার ৬৯১ এবং স্বনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭৯ হাজার ১১৭ টাকা। সেই হিসাবে ২১ ক্যারেট প্রতি ভরিতে ১৩৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ১১৪৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরিতে ৯৪৫ টাকা বাড়ল।

ভোট চুরি ঠেকাতে ১১ ফেব্রুয়ারি থেকে পাহাড়ায় থাকার আহ্বান রুম…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভারতের অধিকাংশ পণ্যের জিএসপি সুবিধা স্থগিত করল ইইউ
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইউনিটপ্রধানদের কর্মস্থল ছাড়তে লাগবে আইজিপির অনুমতি
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • ২৪ জানুয়ারি ২০২৬
মুড়ি-বাতাসা নিয়ে নির্বাচনী প্রচারণায় এনসিপির প্রার্থী
  • ২৪ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় কালার-ধন মিয়ার গোষ্ঠীর সংঘর্ষ, ১১ নারী গ্রে…
  • ২৪ জানুয়ারি ২০২৬