এআইয়ের কারণে সম্ভবত কারোরই চাকরি থাকবে না: আশঙ্কা মাস্কের

২৫ মে ২০২৪, ০২:১৮ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
ইলন মাস্ক

ইলন মাস্ক © ফাইল ফটো

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে নিজের আশঙ্কার কথা জানিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তিনি বলেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) আমাদের সব চাকরি কেড়ে নেবে। সম্ভবত ভবিষ্যতে আমাদের কারো চাকরি থাকবে না। বৃহস্পতিবার (২৫ মে) প্যারিসে ভিভাটেক ২০২৪-এর প্রযুক্তি সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইলন মাস্ক বলেন, আপনি যদি চাকরি করতে চান, তবে আপনি শখের বসে চাকরি করতে পারেন। অন্যথায় এআই এবং রোবটগুলো আপনার পছন্দমতো আপনাকে সব পণ্য এবং পরিষেবা সরবরাহ করবে।

অবশ্য এর আগেও একই ধরনের আশঙ্কার কথা জানিয়েছেন ইলন মাস্ক। এবার এআই নিয়ে বলতে গিয়ে মাস্ক লেখক ইয়ান ব্যাঙ্কসের ‘কালচার বুক’ সিরিজ়ের বইগুলোর কথা বলেন। এই বইগুলোতে ভবিষ্যতে এআই-এর সম্ভাব্য চিত্র তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, যদি আপনি কোনো সৃজনশীল কাজ করেন, তাহলে হয়ত চাকরি করতে পারবেন। তাছাড়া এআই ও রোবট আপনাকে যেকোনো পণ্য এবং পরিষেবা সরবরাহ করবে, আপনি যা চাইবেন। পণ্য বা পরিষেবার কোনো অভাব থাকবে না।

মাস্ক আরও বলেন, রক্তমাংসের মানুষের পক্ষে যে কাজগুলো করা সম্ভব নয়, সেগুলোও অনায়াসে করে ফেলতে পারে রোবট। আদেশকর্তার মনের মতো কাজ করতে পারবে তারা। কৃত্রিমতার ছোঁয়া থাকলেও প্রতিটি কাজ হবে ত্রুটিহীন। ফলে এআই ব্যবহার করে কাজ করানোতেই আগ্রহী হবেন বেশিরভাগ মানুষ।

আইসিজেতে রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে অভিহিত করায় তীব্র প্রত…
  • ২৪ জানুয়ারি ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের বরিশাল সফরের তারিখ পেছাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
পে স্কেলের প্রজ্ঞাপন জারি না করলে আন্দোলন ছড়িয়ে পড়বে: আজিজি
  • ২৪ জানুয়ারি ২০২৬
মেঘনায় জেলেদের জালে ধরা পড়ল ৪০ কেজির বিরল প্রজাতির কচ্ছপ
  • ২৪ জানুয়ারি ২০২৬
ঢাকায় শীত নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
  • ২৪ জানুয়ারি ২০২৬