ট্রুকলারে থাকা নাম পরিবর্তন করবেন যেভাবে

৩০ মার্চ ২০২৪, ১১:২১ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১৩ PM
ট্রুকলারে থাকা নাম পরিবর্তন করবেন যেভাবে

ট্রুকলারে থাকা নাম পরিবর্তন করবেন যেভাবে © সংগৃহীত

অনেকেই ট্রু-কলার অ্যাপ ব্যবহার করেন। স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় অ্যাপ এটি। এই অ্যাপ ব্যবহারে অচেনা নম্বর থেকে ফোন এলেই ভেসে ওঠে সেই ব্যক্তির নাম। অপরিচিত নাম্বার থেকে আসা কল শনাক্ত করার জন্য মোক্ষম হাতিয়ার হলো ট্রু-কলার। এর যেমন সুবিধা আছে, তেমনি অসুবিধাও আছে।

অনেকসময় বন্ধুরা মজা করে অদ্ভুত নামে আপনার নাম্বার সেভ করে। যা বেশ বিব্রতকর। তেমনটি না চাইলে এর একটাই সমাধান আছে। নিজের নাম ট্রু কলার থেকে দ্রুত সরিয়ে নিন। সেটা কি সম্ভব? আপনি চাইলে ট্রু কলার থেকে নিজের নাম সরিয়ে নিতে পারেন। ট্রু কলার থেকে আপনি যদি নিজের নাম সরিয়ে দেন, তা হলে অন্য কাউকে ফোন করলেও আপনার পরিচয় প্রকাশ্যে আসবে না। 

ট্রু কলারে নিজের নাম মুছে ফেলবেন যেভাবে

* প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে ট্রু কলার অ্যাপ ইনস্টল করুন।

* এরপর নিজের ফোন নম্বর দিয়ে লগইন করুন।

* ট্রু কলার অ্যাপের সেটিংসের প্রাইভেসি সেন্টার অপশনে যান।

* সেখানে থাকা ডিঅ্যাক্টিভেট অপশনে ট্যাপ করুন।

ওপরের ধাপগুলো অনুসরণ করলে ট্রু কলার অ্যাপ ব্যববহারকারীরা আপনার নাম জানতে পারবেন না। যদি আরও নিশ্চিতভাবে পরিচয় গোপন রাখতে চান তাহলে আরেকটি উপায় আছে।

* ট্রু কলারের ওয়েবসাইটে গিয়ে আইএসডি কোডসহ মোবাইল নম্বর দিতে হবে।

* এরপর সেখানে ডিঅ্যাক্টিভেট অপশন পাবেন। এই অপশনে ট্যাপ করুন।

* ট্রু কলার ইনস্টল করা আছে এমন মোবাইলে কল দিয়ে চেক করে দেখতে পারেন কার্যকর হয়েছে কি না। 

এরপরও যদি ট্রু কলারে আপনার নাম দেখতে পান তবে এটি ক্যাশে মেমোরির কারণে হয়ে থাকতে পারে। কয়েক দিন অপেক্ষা করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে।

তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০ ডট কম, ট্রুকলার ডট কম

৫০ পর্যন্ত লিখতে না পারায় ৪ বছরের মেয়েকে পিটুনি বাবার, গেল …
  • ২৪ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজি ও দখল-বাণিজ্যের বিরোধেই স্বেচ্ছাসেবক দল নেতা মুছা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন
  • ২৪ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ নিয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে পারে জয়ের আ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
মিয়ানমারে বিয়ে ও অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বিমান হামলা, …
  • ২৪ জানুয়ারি ২০২৬
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের নেতৃত্বে ৩ শতাধিক নেতাকর্মীর জা…
  • ২৪ জানুয়ারি ২০২৬