ফেসবুক থেকে ডিলিট হওয়া পোস্ট ফিরিয়ে আনবেন যেভাবে

৩০ ডিসেম্বর ২০২৩, ০৮:৫০ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
ফেসবুক থেকে ডিলিট হওয়া কিছু ফিরিয়ে আনবেন যেভাবে

ফেসবুক থেকে ডিলিট হওয়া কিছু ফিরিয়ে আনবেন যেভাবে © সংগৃহীত

বর্তমানে সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুক। আমরা আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া প্রায় সব ঘটনাই ফেসবুক এ বন্ধুদের সাথে শেয়ার করে থাকি। তবে ফেসবুকে আমরা প্রায়ই ভুল করে পোস্ট মুছে ফেলি। ফেসবুকে কোনো পোস্ট মুছে ফেললেও সেটি তখনই মুছে যায় না। ৩০ দিন পর্যন্ত তা জমা থাকে রিসাইকেল বিন নামের গোপন একটি ফোল্ডারে। 

যদি ভুলবশত মেসেজ গুলো ডিলিট হয়ে যায়, তখন আপনি কি করবে? এমন হতেই পারে সেগুলো আপনার পুনরায় দরকার হতে পারে বা স্মৃতি হিসাবে সেগুলো রেখে দিতে চান। আর এ কারণে অনেক সময়ই পড়তে হয় নানা সমস্যায়। সেক্ষেত্রে এগুলো ফিরিয়ে নিয়ে আসার কথা শুনলে আপনি নিশ্চয় চমকিত হবেন এবং হয়তো চাইবেন এই বিষয়ে বিস্তারিত।

ফেসবুকে সাধারণত মুভ টু আর্কাইভ ও মুভ টু রিসাইকেল—এই দুটি অপশনের মাধ্যমে পোস্ট মুছে ফেলার সুযোগ মিলে থাকে। মুভ টু রিসাইকেল বাটন প্রেস করলে মুছে ফেলা পোস্ট রিসাইকেল বিনে জমা হয় আর মুভ টু আর্কাইভ বাটনে প্রেস করলে মুছে ফেলা পোস্ট আর্কাইভে জমা হয়। 

রিসাইকেল বিনে থাকা ফেসবুক পোস্ট মুছে ফেলার ৩০ দিন পর আর ফিরিয়ে আনা যায় না। তবে আর্কাইভে থাকা পোস্ট ফেসবুকের আর্কাইভে জমা থাকে। আর্কাইভ করা পোস্ট ফেসবুক ফিডে প্রদর্শিত হয় না।  ব্যবহারকারী তাঁর সুবিধামতো সময় অনুযায়ী পরে আর্কাইভ থেকে আবার সেই পোস্ট প্রোফাইলে ফিরিয়ে আনতে পারেন।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে অনলাইনে থেকেও অফলাইন দেখাবেন যেভাবে

যেভাবে ফিরিয়ে আনবেন মুছে ফেলা পোস্ট 

মোবাইল থেকে ফেসবুক অ্যাপ খুলে নিজের প্রোফাইলে যেতে হবে। এখানে ‘এডিট প্রোফাইল’ এর পাশে থাকা তিন ডট আইকনে ক্লিক করলে প্রোফাইল সেটিংস পাতা আসবে। সেখান থেকে আর্কাইভ মেনুতে ক্লিক করতে হবে। স্মার্টফোন ব্যবহারকারীদের ‘রিসাইকেল বিন’ এ ক্লিক করতে হবে আর আইওএস বা আইফোনে ‘ট্র্যাশ’ এ যেতে হবে।

রিসাইকেল বিন বা ট্র্যাশে ফেসবুক থেকে মুছে যাওয়া পোস্ট ও ছবি পাওয়া যাবে। কোনো পোস্টকে পুনরুদ্ধার বা একেবারে মুছে ফেলতে চাইলে পোস্টের পাশের তিন ডট আইকনে ক্লিক করলে মেনু দেখা যাবে। এখান থেকে ‘রিস্টোর টু প্রোফাইল’এ ক্লিক করলে পোস্টটি আবার ফেসবুক টাইমলাইনে চলে আসবে। আর ‘ডিলিট’ চাপলে একেবারে মুছে যাবে। 

আকিজ বশির গ্রুপ নিয়োগ দেবে সেলস এক্সিকিউটিভ, আবেদন শেষ ৮ ফে…
  • ২৪ জানুয়ারি ২০২৬
মতিউর রহমান নিজামীকে ‘ফেরেশতাসুলভ’ বললেন জামায়াতের আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
সিরাজগঞ্জ–৪ আসনের প্রার্থীকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াতের
  • ২৪ জানুয়ারি ২০২৬
রিল বিজয়ীদের সঙ্গে আড্ডায় তারেক রহমান
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভোট সুষ্ঠু হলে জামায়াত ক্ষমতায় আসতে পারবে না
  • ২৪ জানুয়ারি ২০২৬
কেউ খোঁচা দিলে খোঁচা ফিরিয়ে দেওয়া ওয়াজিব: জামায়াত আমির 
  • ২৪ জানুয়ারি ২০২৬