ক্রোম ও এজ ব্রাউজার ব্যবহারকারীদের জন্য সতর্কতা

গুগল ক্রোম ও মাইক্রোসফট এজের লগো
গুগল ক্রোম ও মাইক্রোসফট এজের লগো  © সম্পাদিত

জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোম ও উইন্ডোজের এজের মধ্যে নিরাপত্তাজনিত ক্রটি পাওয়া গেছে। ব্রাউজার দুটির কিছু ভার্সনে প্রযুক্তিগত ক্রটি থাকায় কম্পিউটারে সাইবার হামলা চালানো সম্ভব। ভারতের কম্পিউটার ইমার্জেনন্সি টিম (সিইআরটি) ব্রাউজার দুটিতে ক্রটির সন্ধান পাওয়ার কথা জানান।

সংস্থাটি একাধিক দুর্বলতা সম্পর্কে গুগল ক্রোম ও মাইক্রোসফট এজ ব্যবহারকারীদের সতর্ক করে। তাদের তথ্য মতে ক্রোম ব্রাউজারে ‘সিআইভিএন-২০২৩-০৩৬১’ এবং এজ ব্রাউজারে -০৩৬২ নামের একই ধরনের নিরাপত্তাজনিত ক্রটি পাওয়া গেছে। যার মাধ্যমে মিডিয়া স্ট্রিম, সাইড প্যানেল অনুসন্ধান এবং বিনামূল্যে মিডিয়া ক্যাপচার ব্যবহারে হ্যাকার চাইলে দূর থেকে দুর্বলতাগুলো কাজে লাগিয়ে কম্পিউটারের সিস্টেমে প্রবেশ করতে পারবে এবং তথ্য চুরি করতে পারবে।

সতর্কতামূলক ব্যবস্থা নিতে ব্রাউজারগুলো আপডেট করার পরামর্শ দেওয়া হচ্ছে। অচেনা কোনো লিঙ্কে ক্লিক করা এবং অজানা ওয়েবসাইট ভিজিট না করারও কথাও বলা হচ্ছে।

সুরক্ষার জন্য যেভাবে গুগল ক্রোম আপডেট করবেন

১. প্রথমে ক্রোম ব্রাউজার খুলুন।

২. ডানে উপরের দিকে তিনটি ডট দেখতে পাবেন, সেখানে ক্লিক করে নিচের দিকে যান।

৩. এবার নিচে ‘Help’ অপশন থেকে ‘About Google Chrome’-এ ক্লিক করুন।

৪. ক্রোম আপডেট থাকলে এখানে “ক্রোম ইজ আপ-টু-ডেট” দেখতে পাবেন। যদি আপডেট না থাকে তাহলে ক্রোম স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে।
৫. আপডেট হয়ে গেলে ‘Relaunch’ অপশনে ক্লিক করুন।

এভাবে আপনার ক্রোম ব্রাউজারটি আপডেট করতে পারবেন।

আরও পড়ুন: ফ্রি ওয়াইফাই ব্যবহারে সতর্ক না হলে চুরি হতে পারে ব্যক্তিগত তথ্য


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence