আইফোন © ফাইল ফটো
অবশেষে জানা গেল আইফোন ১৫ সিরিজ লঞ্চের দিনক্ষণ। অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ১২ সেপ্টেম্বর আইফোনের নতুন এই সিরিজ লঞ্চ করা হতে পারে।
জানা গেছে৷ আগামী ১২ সেপ্টেম্বর অ্যাপলের একটি ইভেন্ট অনুষ্ঠিত হবে। সেখানেই লঞ্চ হবে আইফোন ১৫ সিরিজ, অ্যাপেল ওয়াচ ৯ সিরিজ, অ্যাপেল ওয়াচ আলট্রা ২। এর সঙ্গে আইওএস ১৭ এবং ওয়াচ ওএস ১০ লঞ্চেরও কথা রয়েছে। তবে কী কী প্রোডাক্ট লঞ্চ হবে সেই প্রসঙ্গে বিশদে কিছু জানায়নি অ্যাপল কর্তৃপক্ষ
১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া অ্যাপলের এই ইভেন্টের নাম দেওয়া হয়েছে Wonderlust। বাংলাদেশ সময় রাত ১১টায় এটি অনুষ্ঠিত হবে। অ্যাপল টিভি অ্যাপের পাশাপাশি এই ইভেন্টের লাইভ স্ট্রিম চলবে apple.com - এও। অ্যাপল পার্কে আয়োজিত হতে চলেছে এই ইভেন্ট।
আইফোন ১৫ সিরিজ
আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই চারটি ফোন আইফোন ১৫ সিরিজে লঞ্চ হতে পারে।
শোনা যাচ্ছে, এই আইফোন সিরিজে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট থাকতে পারে। এছাড়াও ইতিমধ্যেই একাধিক আইফোন ১৫ সিরিজ সম্পর্কে একাধিক সম্ভাব্য তথ্য ফাঁস হয়েছে। যদিও অ্যাপল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে কিছুই ঘোষণা করেনি।